অভিনেতা-সংসদ দেব। তাঁর ভাল নাম দীপক অধিকারী। বড় হয়েছেন মুম্বই শহরে। সেখানেই হিন্দি ছবির ফিল্ম ইন্ডাস্ট্রিকে খুব কাছ থেকে দেখেছিলেন ছোটবেলায়। তারপর ভাগ্য তাঁকে নিয়ে আসে কলকাতায়। বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ পান। সেই থেকে ধাপে-ধাপে উন্নতির দিকে পা বাড়াতে থাকেন দীপক। হয়ে ওঠেন দর্শকের অতি প্রিয় দেব। সেই দেবের ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ হল। প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে রুপোলি পর্যায়ের দাপিয়ে বেরিয়েছেন হাজার-হাজার নারীমনের এই রাজপুত্র। তাঁর পদোন্নতি ঘটেছে। অভিনেতা থেকে সোজা গিয়ে বসেছেন প্রযোজকের চেয়ারে। কেবল তাই নয়, রাজনীতির রংও লেগেছে দেবের শরীরে। আজ তিনি একজন সফল তৃণমূল-সাংসদ।
সম্প্রতি মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘প্রজাপতি’। রাজনৈতিক কোন্দলকে দূরে সরিয়ে, বিরোধী দল বিজেপির ঘনিষ্ঠ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে তৈরি করেছিলেন এই ছবি। ছবিতে মিঠুন রয়েছেন বলে সরকারী হল নন্দনে জায়গা পায়নি ‘প্রজাপতি’। তাই নিয়ে প্রতিবাদও জানিয়েছিলেন দেব।
এই মুহূর্তে দেব শুরু করেছেন তাঁর পরবর্তী ছবি ‘বাঘাযতীন’-এর শুটিং। ২৬ জানুয়ারি পোস্টার রিলিজ় করেছে। দেব জানিয়েছেন, ‘বাঘাযতীন’ আসছে ২০২৩ সালের পুজোর সময়। আর শনিবার সন্ধ্যা হতে না-হতেই আরও একটি চমক দিলেন দেব।
তাঁর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৭ বছরের জার্নি উপলক্ষে দেব ঘোষণা করেছেন পরবর্তী ছবির। সেই ছবিটি ব্যোমকেশকে কেন্দ্র করে। সেখানে দেবই ব্যোমকেশ হচ্ছেন কি না, তা স্পষ্ট করে বলেননি পোস্টে। তবে দেবের চেহারা যা, তিনি ব্যোমকেশ সাজলে মন্দ হবে না। দেব লিখেছেন, “ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছরের পূর্তি উপলক্ষে অভিনেতা হিসেবে নিজের পরবর্তী ছবির ঘোষণা করলাম – ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’… আপনাদের সকলের আশীর্বাদ চাই। কাস্ট, ক্রু, পরিচালকের নাম জানাব শীঘ্রই।”
এরপর থেকেই মিডিয়ায় ঝড় উঠেছে। সকলের মুখেই একটা কথা, নতুন ব্যোমকেশ আসছে বাজারে। এবং সেই ব্যোমকেশ আর কেউ নন, স্বয়ং দেব। দেবের কমেন্ট বক্সে জ্বলজ্বল করছে ‘দ্য বং গাই’ কিরণ দত্তের কমেন্ট। কিরণ লিখেছেন, “‘ব্যোমকেশ দুর্গ রহস্য’তে দেবদা অভিনেতা হিসেবে রয়েছেন। ব্যোমকেশ চরিত্র করছেন কোথাও লেখা নেই। (মার্কেটিং খারাপ করে দিলাম বলে কেউ আমায় কমেন্ট ডিলিট করতে বললেও করব না)”।