Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: বান্ধবী সন্দীপ্তার বিয়েতে প্রাক্তন স্বামীকে জাপটে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী, তারপর যা হল…

Sandipta Sen Marriage: বিয়েবাড়ি ভারী মজার জায়গা। নতুন প্রেম হতে পারে। বহু লোকের সমাগমে হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসতে পারেন। প্রাক্তনের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে অনায়াসে। সেরকমই একটা ঘটনা ঘটে গিয়েছে অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়েতে। প্রাক্তন-প্রাক্তনী জুটির দেখা হয়েছে। এবং দেখা হয়েই যা হয়েছে...

Tollywood Gossip: বান্ধবী সন্দীপ্তার বিয়েতে প্রাক্তন স্বামীকে জাপটে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী, তারপর যা হল...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 11:44 AM

বিয়েবাড়ি ভারী মজার জায়গা। নতুন প্রেম হতে পারে। বহু লোকের সমাগমে হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসতে পারেন। প্রাক্তনের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে অনায়াসে। সেরকমই একটা ঘটনা ঘটে গিয়েছে অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়েতে। প্রাক্তন-প্রাক্তনী জুটির দেখা হয়েছে। এবং দেখা হয়েই যা হয়েছে…

৭ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি বিরাট বাগানে বিয়ের আসর বসেছিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের। তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে। সৌম্য এক জনপ্রিয় ওটিটি চ্যানেলের উচ্চপদস্থ কর্মী। সেই বিয়ের আসরে এক অভিনেত্রী সঙ্গে দেখা হয় তাঁর প্রাক্তন এবং প্রথম স্বামীর। দেখা হওয়া মাত্রই ‘গিলে শিকওয়ে’ দূর হয়। অত লোকের মাঝে একে-অপরকে জাপটে ধরেন দুই প্রাক্তন স্বামী-স্ত্রী। কারা এই দুই ব্যক্তি জানেন?

বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়…

একজন জনপ্রিয় অভিনেত্রী। বাংলা সিরিয়ালে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন। হিন্দি ছবিতেও কাজ করেছেন। তিনি ওয়েব সিরিজ়ের পরিচিত মুখ। বাংলার ‘মনে রাখার মতো’ ধারাবাহিক ‘গানের ওপারে’তে তিনি এক সাংবাদিকের চরিত্রেন অভিনয় করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। সেই নায়িকাকে বিয়ে করেছিলেন উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। গৌরবের প্রথম স্ত্রী অনিন্দিতা বসু। সন্দীপ্তার বিয়েতে দুই তারকার দেখা হয়। ঘটনাচক্রে দু’জনেই সন্দীপ্তার বন্ধু।

এর চেয়েও বড় বিষয়, বিয়ে ভেঙেছে ব্যক্তিগত কারণে, কিন্তু তাতে তাঁদের বন্ধুত্ব তিতো হয়নি। ফলে দেখা হলেই দুই শুভাকাঙ্খী আলিঙ্গন করেন একে-অপরের সঙ্গে। সন্দীপ্তার বিয়েতেও সেরকমটাই হয়েছে। আলিঙ্গনের পর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গল্পও করেছিলেন অনিন্দিতা-গৌরব। সেই মুহূর্তের ছবিও ধরা পড়েছে TV9 বাংলার ক্যামেরায়।

প্রাক্তন এবং প্রথম স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী অনিন্দিতা বসু।

গৌরব এখন অভিনেত্রী এবং বিধায়ক দেবাশিস কুমারের কন্যা দেবলীনা কুমারের স্বামী। গৌরবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অনিন্দিতা, গৌরব এবং দেবলীনা একসঙ্গে ফোটোশুটও করেছিলেন। সেই ফোটোশুট ভাইরাল হয়েছিল। মানুষের মনে প্রশ্ন জেগেছিল–বিয়ে ভাঙার পরও কীভাবে দুই তারকা এমন সাবলীল ছন্দে মেলামেশা করতে পারেন? পারেন। যে সম্পর্কের ভিতের নাম বন্ধুত্ব, সেখানে এমন অনেককিছুই হতে পারে। আরও একটা বিষয় হল পারষ্পরিক সম্মান। যা এতগুলো বছরে একবারের জন্যেও নষ্ট হয়নি।

গৌরবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অনিন্দিতা বিয়ে করেছিলেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্য়ায়কে। এই অভিমন্যু একসময় সন্দীপ্তার প্রেমিক ছিলেন। দুটো বিয়ে ভেঙে যাওয়ার পর অনিন্দিতা লিভ-ইন সম্পর্কে ছিলেন অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। সৌরভ এখন অভিনেত্রী দর্শনা বণিককে বিয়ে করতে চলেছেন। আগামী ১৫ ডিসেম্বরই সেই তারিখ। গৌরবের সঙ্গে ডিভোর্সের পর সুসম্পর্ক থাকলেও সৌরভের ব্যাপারে একটি কথাও বলতে চাননি তিনি।

সন্দীপ্তা সেনের বিয়ের এক্সক্লুসিভ ভিডিয়ো: