Anindita Bose: অভিনয়ের পাশাপাশি ছবি আঁকায় মেতে থাকেন অনিন্দিতা, আন্তর্জাতিক বিড়াল দিবসে কী তাঁর পরিকল্পনা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 06, 2022 | 9:36 AM

Cat Love: নারী ও বিড়ালকে সাজিয়েছেন নিজের মতো করে। আদুরে নারী ও তাঁর পোষ্য আদুরে বিড়াল।

Anindita Bose: অভিনয়ের পাশাপাশি ছবি আঁকায় মেতে থাকেন অনিন্দিতা, আন্তর্জাতিক বিড়াল দিবসে কী তাঁর পরিকল্পনা?
অনিন্দিতা বসু।

Follow Us

৮ অগস্ট, অর্থাৎ আসন্ন সোমবার আন্তর্জাতিক বিড়াল দিবস। তাঁর আগেই নিজের আঁকা বিড়াল কেন্দ্রিক প্রদর্শনীতে পেন্টিং পাঠালেন অভিনেত্রী অনিন্দিতা বসু। এখন খুব একটা বাংলায় কাজ করেন না অনিন্দিতা। মুম্বইয়েই থাকেন বেশির ভাগ সময়। সেখানেই কাজ করছেন এই মুহূর্তে। ব্যস্ততার ফাঁকে ছবি আঁকার কাজ চালিয়ে যাচ্ছেন অনিন্দিতা। মাঝারি ও বড় ক্যানভাসে রং-তুলি নিয়ে খেলেছেন অভিনেত্রী। সেই তুলিতে রঙিন হয়ে উঠেছে কল্পনারা। নারী ও বিড়ালকে সাজিয়েছেন নিজের মতো করে। আদুরে নারী ও তাঁর পোষ্য আদুরে বিড়াল। পশু-পাখি-প্রকৃতি ভালবাসেন অনিন্দিতা। পোষ্য রয়েছে তাঁরও। বিড়ালদের নিয়ে ছবির মাঝে জায়গা করে নিয়েছে তাঁর সারমেয়ও।

বহু বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন অনিন্দিতা। সিরিয়ালে অভিনয় করেছিলেন আগেই। ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন অভিনেত্রী। কেবল ঋতুপর্ণ নন, অপর্ণা সেনের সঙ্গেও কাজ করেছেন অনিন্দিতা। গত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ প্রদর্শিত ছবি অপর্ণা পরিচালিত ‘দ্য রেপিস্ট’-এ অভিনয় করেছিলেন অনিন্দিতা। কঙ্কনা সেনশর্মার বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

কেবল তাই নয়, আরও কিছু কালজয়ী ছবি আছে অনিন্দিতার ফিল্ম লিস্টে। অনীক দত্ত পরিচালিত ‘ভূতের ভবিষ্যৎ’-এ অভিনয় করেছিলেন অনিন্দিতা। অনুষ্কা শর্মা প্রযোজিত ‘পাতাল লোক’-এ ছিলেন তিনি। ‘রে’ অ্যান্থোলজি সিরিজ়ের অংশ ছিলেন বঙ্গতনয়া। গানের ওপারে ছাড়াও ‘বউ কথা কও’তে ছিলেন অনিন্দিতা।

মুম্বইয়ে ধীরে-ধীরে নিজের জমি শক্ত করছেন অনিন্দিতা। তাঁর দু’চোখে এখন স্বপ্নপূরণের আশা। নিজেকে আরও ভাল মতো প্রমাণ করতে চাইছেন অভিনেত্রী।

Next Article