Debasree Roy: দ্বিতীয়বার বাবাকে হারালেন দেবশ্রী; তুলে ধরলেন তাঁর দুঃখের কথা

Tollywood Actress: বরাবরই আবেগপ্রবণ অভিনেত্রী দেবশ্রী রায়। নিকট কিংবা ইন্ডাস্ট্রির কারও মৃত্যু সংবাদ পেলে তিনি ভেঙে পড়েন। সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দুর রায়ের মৃত্যু তাঁর ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। অভিনেত্রী লিখেছেন...

Debasree Roy: দ্বিতীয়বার বাবাকে হারালেন দেবশ্রী; তুলে ধরলেন তাঁর দুঃখের কথা
সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায়ের সঙ্গে দেবশ্রী রায়।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 3:13 PM

তরুণ মজুমদারের ‘কুহেলি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দেবশ্রী রায়। সেই থেকে আলাপ মানুষটার সঙ্গে। ২৭ নভেম্বর প্রয়াত হয়েছেন তিনি, সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায়। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে। কাজ করেছেন তপন সিনহা, তরুণ মজুমদারের সঙ্গেও। তাঁকে নিজের বাবার মতো ভালবাসতেন অভিনেত্রী দেবশ্রী রায়। তাঁর মৃত্যুতে দ্বিতীয়বার বাবাকে হারানোর যন্ত্রণা পেয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সৌমেন্দু রায় এবং নিজের কিছু ছবি পোস্ট করে দেবশ্রী লিখেছেন:

“আমার বাবা স্থানী। আমার বন্ধুও বটে। যদিও খুব ছোট ওঁর থেকে। বন্ধুত্বর তো বয়স হয় না। কাল চলে গেল কোন দেশে বুঝতেও পারলাম না। আমার খুব সৌভাগ্য একজন আর্টিস্ট হয়ে ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ৫টা ছবিতে। সেই ছোট্ট মেয়ে চুমকি ‘কুহেলি’তে তনুদা, রায়দার কোলে-কোলে ঘুরতাম। তনুদার কাছে শুনেছি, ওঁদের কোল থেকে নামালেই নাকি কেঁদে ফেলতাম আমি। যতদিন আছি তোমাদের কথা মনে পড়বে সবসময়। অনেক স্মৃতি, একদিনে কী ভোলা যায়। আমি সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায়কে জানাই সশ্রদ্ধ প্রণাম। রায়দা, আমরা বাঙালিরা তোমার শিল্পের ভক্ত। আমরা গর্বিত। আবার ফিরে এসো তোমার প্রতিভা নিয়ে।”

বুধবার (২৭ সেপ্টেম্বর) বালিগঞ্জ সার্কুলার রোডে তাঁর নিজ বসতবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমেন্দু রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রূপকলা কেন্দ্রের সিনেম্যাটোগ্রাফি বিভাগের প্রধান ছিলেন তিনি। ছাত্র-ছাত্রীর সংখ্যা অগুনতি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নানাবিধ শারীরিক অসুস্থতায়। বয়সজনিত সমস্যা তৈরি হয়েছিল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার কলাকুশলীরা।