ঠিক এক সপ্তাহ আগে একটি কালো পোশাক পরে ফটোশুট করেছিলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। অভিনেত্রীর সেই ছবিকে কেন্দ্র করে শুরু হয় ট্রোলিং। ছবিগুলি দেখে বোঝা যায় খানিক ওজন বেড়েছে তাঁর। কিন্তু শরীরের কিছু বিশেষ অংশের দিকে কুৎসিত ইঙ্গিত করে নেটিজ়েনদের একাংশ নোংরা ভাষায় তাঁকে ট্রোল করতে থাকে। কমেন্ট পড়ে অন্যান্য নেটিজ়েনরাও মুখ বন্ধ থাকতে পারেননি। কেউ-কেউ প্রতিবাদ করেছেন সেই সমস্ত অশালীন মন্তব্যের। একজন মহিলা ইনস্টাগ্রাম ব্যবহারকারী লম্বা একটি কমেন্ট করে নিন্দুকদের তুলোধনা করেছেন। এবং তাঁকেও কটাক্ষের শিকার হতে হয়েছে।
সেই মহিলা লিখেছেন, “যাঁরা মধুমিতাকে নিয়ে এত নোংরা ভাষায় কথা বলছেন, তাঁরা অন্য কোনও টলিউড কিংবা বলিউড হিরোইনরা এই ধরনের ছবি পোস্ট করলে কখনও এত নোংরা ভাষা ব্যবহার করবেন না। তাঁর বেলায় কেন বলছেন? তিনি কেন বোল্ড পোশাক পরতে পারবেন না? তিনি সিরিয়াল থেকে কেরিয়ার শুরু করেছেন বলে? এমন কী, তাঁর মাকে নিয়েও কেউ-কেউ অত্যন্ত নোংরা কথা বলছেন। তিনি নয় খারাপ, তা তাঁর ছবি দেখার দরকার কী? নিজেদের চরিত্রের কী পরিচয় দিচ্ছেন এত নোংরা ভাষা ব্যবহার করে?” এই কমেন্ট আসার পর মহিলাকে সমর্থন জানিয়েছেন অন্যান্যরাও। কিন্তু মধুমিতার পক্ষে নেওয়ার জন্য ট্রোলাররা তাঁকেও অশ্রাব্য ভাষায় আক্রমণ করতে থাকেন । এত কিছু ঘটার পরও মধুমিতা একবারও মুখ খোলেননি। তিনি চুপই আছেন সব কিছু দেখে।