Nusraat Faria: ব্যক্তিগত জীবনে অনেক কিছু চলছে, কিন্তু শো মাস্ট গো অন: নুসরত ফারিয়া

Nusraat Faria: নিজের মতো মেকআপ করতে ভালবাসেন নুসরত। মেকআপ রুটিনে যে যে জিনিস নতুন এনেছেন, তাও শেয়ার করেছেন তিনি। আইব্রো, মাস্কারা, হাইলাইটার দিয়ে সহজে কী ভাবে মেকআপ করে ফেলতে পারবেন, তা শেখালেন।

Nusraat Faria: ব্যক্তিগত জীবনে অনেক কিছু চলছে, কিন্তু শো মাস্ট গো অন: নুসরত ফারিয়া
নুসরত ফারিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2021 | 5:45 PM

এক একটা দিন আসে, যখন আপনার কিছুই করতে ভাল লাগে না। কিন্তু কাজ থাকলে, আগে থেকে কথা দেওয়া থাকলে সে দায়িত্ব পালন করতেই হয়। ঠিক যেমন আজ কিছুই ভাল না লাগলেও শুটিংয়ের জন্য তৈরি হলেন অভিনেত্রী নুসরত ফারিয়া। বাংলাদেশের এই অভিনেত্রীর ভারতেও অনুরাগীর সংখ্যা কম নয়। সোশ্যাল মিডিয়ায় নিজের ভাল না লাগার কথা জানালেন বটে। একই সঙ্গে শেয়ার করলেন মেকআপ টিউটোরিয়াল।

নুসরত বলেন, ‘আজ এমন একটা দিন ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। কিন্তু কয়েকটা শুট আছে। তৈরি হতে হবে। ভাল না লাগলেও কী ভাবে মেকআপ করি, আজ সেই টিউটোরিয়ালই দেখাব। আমার পরীক্ষা চলছে, গান রিলিজ হচ্ছে সব কিছু মিলিয়ে আমি ওভারহোয়েলমড। ব্যক্তিগত জীবনে আরও অনেক কিছু চলছে। কিন্তু শো মাস্ট গো অন।’

View this post on Instagram

A post shared by Faria (@nusraat_faria)

নিজের মতো মেকআপ করতে ভালবাসেন নুসরত। মেকআপ রুটিনে যে যে জিনিস নতুন এনেছেন, তাও শেয়ার করেছেন তিনি। আইব্রো, মাস্কারা, হাইলাইটার দিয়ে সহজে কী ভাবে মেকআপ করে ফেলতে পারবেন, তা শেখালেন। অল্প লিপস্টিকে সাজ কমপ্লিট করে ফেলেন অভিনেত্রী।

বাংলাদেশে বহু ছবিতে কাজ করেছেন নুসরত। পাশাপাশি ভারতেও তাঁর জনপ্রিয় ছবি রয়েছে। গত কয়েক বছর যদিও ভারতে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। এর মধ্যে ব্যক্তিজীবনেও নুসরতের বেশ কিছু পরিবর্তন এসেছে। কয়েক মাস আগে এনগেজমেন্ট সেরে ফেলেছেন তিনি। বিয়ের পরও সমান ভাবে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছের কথা বহুবার প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি। করোনা পরিস্থিতির এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। এই অবস্থায় কবে সামাজিক বিয়ে সম্পন্ন করবেন, তা এখনও খোলসা করেননি তিনি।

নুসরতের মেকআপ নিয়ে অবসেশনের কথা জানেন তাঁর অনুরাগীরা। তিনি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের মেকআপের পদ্ধতি শেয়ার করেন, তা উপরি পাওনা অবশ্যই।

আরও পড়ুন, Sushmita Sen: এ বছরের জন্মদিনে যেন পুনর্জন্ম হল, কেন এমন মনে হচ্ছে সুস্মিতার?