দেবপ্রিয় দত্ত মজুমদার: বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আলিপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। এর আগে জুন মাসে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে শ্রাবন্তীর সঙ্গে থাকার আবেদন করে মামলা করেছিলেন রোশন সিং। তার জবাবেই বিবাহ বিচ্ছেদের মামলার কথা জানিয়েছেন অভিনেত্রী। পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।
ঠিক যেন কোনও ড্রামা সিরিজ। প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে চিত্রনাট্যের রং। গত জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন রোশন সিং। সেই মামলা চলাকালীন জবাবে পাল্টা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন শ্রাবন্তী। হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের কথা বলে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রোশন সিং। এর পরে বেশ কবার শুনানির পর ১৬ সেপ্টেম্বর রোশন সিং-এর আইনজীবীর কাছে নতুন করে পৌঁছেছে জবাব। আইনি পরিভাষায় যাকে বলা হয় ডব্লিউ এস। সেখানেই রোশনের বিরুদ্ধে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার কথা জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, জুন মাসে রোশনের করা পিটিশনে লেখা ছিল যে, ১২ এপ্রিল ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে তাঁদের বৈবাহিক জীবন পুনরায় শুরু করার আর্জি জানিয়েছিলেন রোশন। তার উত্তরে ২৬ এপ্রিল শ্রাবন্তী জানিয়েছিলেন, যে তিনি রোশনের সঙ্গে কোনও ভাবেই বৈবাহিক জীবন শুরু করতে পারবেন না। এই ঘটনার পর শিয়ালদহের ফাস্টট্র্যাক কোর্টে মামলা দায়ের করেন রোশন। তিনি জানান, শ্রাবন্তীর সঙ্গেই দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যেতে চান। তার মনে শ্রাবন্তীর জন্য কোনও তিক্ততা নেই। এই মামলার পাল্টা জবাবেই এবার বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী।
অন্যদিকে, মামলা করার পাশাপাশি রোশনের বিরুদ্ধে নানা অভিযোগও করেছেন শ্রাবন্তী। পরিষ্কার করে দিয়েছেন রোশনের সঙ্গে আর সংসার করতে চান না তিনি। ১০ ডিসেম্বর এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গত বছর দুর্গা পুজোর সময় থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী-রোশন। দুজনের মধ্যে বহু দিন কথা না হলেও শ্রাবন্তীর রাজনৈতিক ইনিংস শুরুর আগে মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন রোশন। কিন্তু বরফ গলেনি। বরং ব্যবসায়ী অভিরূপ নাগের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। বিভিন্ন সময়ে অভিরূপ ও শ্রাবন্তীকে সময় কাটাতে দেখা গেছে টলি পাড়ার বন্ধুদের সঙ্গে। শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদের মামলার পর রোশনের পরবর্তী পদক্ষেপ নতুন কোনও নাটকের সূত্রপাত যে ঘটাতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ শ্রাবন্তী। আজকাল সমানতালে পাল্লা দেন রোশনও। গত কয়েক মাসে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দু’জনেই। আগামী দিনে শ্রাবন্তী-রোশনের সম্পর্কের জল কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার।
আরও পড়ুন- Raj Kundra: কোনও প্রমাণ ছাড়া ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে, ফের জামিনের আবেদন রাজের
দেবপ্রিয় দত্ত মজুমদার: বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আলিপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। এর আগে জুন মাসে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে শ্রাবন্তীর সঙ্গে থাকার আবেদন করে মামলা করেছিলেন রোশন সিং। তার জবাবেই বিবাহ বিচ্ছেদের মামলার কথা জানিয়েছেন অভিনেত্রী। পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।
ঠিক যেন কোনও ড্রামা সিরিজ। প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে চিত্রনাট্যের রং। গত জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন রোশন সিং। সেই মামলা চলাকালীন জবাবে পাল্টা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন শ্রাবন্তী। হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের কথা বলে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রোশন সিং। এর পরে বেশ কবার শুনানির পর ১৬ সেপ্টেম্বর রোশন সিং-এর আইনজীবীর কাছে নতুন করে পৌঁছেছে জবাব। আইনি পরিভাষায় যাকে বলা হয় ডব্লিউ এস। সেখানেই রোশনের বিরুদ্ধে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার কথা জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, জুন মাসে রোশনের করা পিটিশনে লেখা ছিল যে, ১২ এপ্রিল ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে তাঁদের বৈবাহিক জীবন পুনরায় শুরু করার আর্জি জানিয়েছিলেন রোশন। তার উত্তরে ২৬ এপ্রিল শ্রাবন্তী জানিয়েছিলেন, যে তিনি রোশনের সঙ্গে কোনও ভাবেই বৈবাহিক জীবন শুরু করতে পারবেন না। এই ঘটনার পর শিয়ালদহের ফাস্টট্র্যাক কোর্টে মামলা দায়ের করেন রোশন। তিনি জানান, শ্রাবন্তীর সঙ্গেই দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যেতে চান। তার মনে শ্রাবন্তীর জন্য কোনও তিক্ততা নেই। এই মামলার পাল্টা জবাবেই এবার বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী।
অন্যদিকে, মামলা করার পাশাপাশি রোশনের বিরুদ্ধে নানা অভিযোগও করেছেন শ্রাবন্তী। পরিষ্কার করে দিয়েছেন রোশনের সঙ্গে আর সংসার করতে চান না তিনি। ১০ ডিসেম্বর এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গত বছর দুর্গা পুজোর সময় থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী-রোশন। দুজনের মধ্যে বহু দিন কথা না হলেও শ্রাবন্তীর রাজনৈতিক ইনিংস শুরুর আগে মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন রোশন। কিন্তু বরফ গলেনি। বরং ব্যবসায়ী অভিরূপ নাগের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। বিভিন্ন সময়ে অভিরূপ ও শ্রাবন্তীকে সময় কাটাতে দেখা গেছে টলি পাড়ার বন্ধুদের সঙ্গে। শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদের মামলার পর রোশনের পরবর্তী পদক্ষেপ নতুন কোনও নাটকের সূত্রপাত যে ঘটাতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ শ্রাবন্তী। আজকাল সমানতালে পাল্লা দেন রোশনও। গত কয়েক মাসে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দু’জনেই। আগামী দিনে শ্রাবন্তী-রোশনের সম্পর্কের জল কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার।
আরও পড়ুন- Raj Kundra: কোনও প্রমাণ ছাড়া ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে, ফের জামিনের আবেদন রাজের