TV9 বাংলার দফতরে এসে আগেই বলেছিলেন তাঁর কাছে বয়স কেবলই একটা নম্বর। বলেছিলেন, কিছুদিনের মধ্যে ৫০-এ পা দেবেন এবং সেটা তাঁর কাছে বিরাট বড় ব্যাপার। ৩০ অগস্ট, অর্থাৎ আজ শ্রীলেখার জন্মদিন। ১৯৭২ সালে তাঁর জন্ম। হিসেব মতো আজই জীবনের ৫০টি বসন্ত পেরলেন অভিনেত্রী। এবং নাচে-গানে-হুল্লোড়ে-ট্যাকিলা শটসে চুমুক দিয়ে রাত ১২টায় পালন করলেন নিজের ৫০তম বার্থ ডে ব্যাশ। তাঁর বেহালার অ্যাপার্টমেন্টটাই এদিন হয়ে উঠেছিল ডিস্কো থেক। ‘পুষ্পা’ ছবির বিখ্যাত ‘ও আন্তাভা’ গানের তালে নাচলেন শ্রীলেখা। তবে তিনি কি একা ছিলেন? একেবারেই না। একদল ঝকঝকে ছেলেমেয়ে এসেছিলেন জন্মদিন পালনে। তাঁরা প্রত্যেকেই শ্রীলেখার আপনজন, তাঁর বন্ধু। প্রথমে আড্ডা, নাচ, ট্যাকিলা শটস… তারপর কেক কেটে সকলকে খাইয়ে দেওয়া!
কেক কাটার পর শ্রীলেখা নিজের বয়স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ৫০ বছরে পা দিয়ে তিনি এক্কেবারেই বুড়িয়ে যাননি জানিয়েছেন। কোমড়ে ব্যথা আছে তাঁর ঠিকই, কিন্তু তাতে তিনি কেয়ার করেন না একবিন্দুও। বরং মনে করেন বয়সটা কেবলই একটা নম্বর মাত্র। বয়স লুকিয়ে রাখতে ভালবাসেন না। তাই বার্থ ডে ভিডিয়োতে বারবারই বলছিলেন তিনি ৫০-এ পা দিয়েছেন। এবং বিস্ময়ও প্রকাশ করেছেন, কেন কেউ বয়স লুকোয়। কেন নিজের বাড়ন্ত বয়স নিয়ে খোলাখুলি কথা বলতে চায় না…?
এ সবের মাঝে একজনকে ভীষণই মিস করেছেন শ্রীলেখা। গত বছর নিজের জন্মদিনে জ়ুরিখ-ভেনিসে ছিলেন। তাই সেখানেই জন্মদিন পালন করেন। বাবা ছিলেন না সঙ্গে। ফিরে এসে বাবাকে হারান। ফলে এবারও জন্মদিনে বাবা নেই। তাঁকে ছাড়াই প্রথম জন্মদিন পালন করলেন। যে কারণে, শুরুতেই বাবার সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, “বাবা তোমায় ছাড়া জন্মদিন… এই প্রথম… চাইনি করতে, হয়ে গেল… হয়তো তুমি চেয়েছিলে…”