Swastika Mukherjee: পুজো চলে গিয়েছে, কিন্তু স্বস্তিকা মজে আছেন পুজোতেই
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Oct 26, 2021 | 5:08 PM
পুজো কেটে গিয়েছে। কিন্তু পুজো পুজো গন্ধ লেগে রয়েছে স্বস্তিকার সোশ্যাল মিডিয়ায়। এবারের পুজোয় নবমী কীভাবে কাটালেন জানিয়েছেন সেই কথাই।
1 / 6

এবার পুজোয় স্বস্তিকার নবমীর দিনের স্মৃতি।
2 / 6

বন্ধুর বাড়ি কুমারী পুজোতে গিয়েছিলেন স্বস্তিকা।
3 / 6

সেই ছবি পোস্ট করেছেন।
4 / 6

ফ্যাশন ডিজ়াইনার বন্ধু অভিষেক রায়ের সঙ্গে পোস্ট করেছেন ছবি।
5 / 6

মায়ের সামনে স্বস্তিকা।
6 / 6

বন্ধুর সঙ্গে তুলেছেন ছবি