Bagha Jatin: দ্বিতীয় কেমোর পর কেমন আছেন ‘বাঘাযতীন’এর পরিচালক অরুণ রায়?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 10, 2023 | 1:57 PM

Bagha Jatin: ক্যানসারে আক্রান্ত পরিচালক অরুণ রায়। এ খবর আগেই জানা গিয়েছিল। প্রথম থেকেই অকুতোভয় তিনি। চলছে কেমো-রেডিয়েশন। সম্প্রতি দ্বিতীয় কেমোও নিয়ে ফেলেছেন তিনি। এখন কেমন আছেন?

Bagha Jatin: দ্বিতীয় কেমোর পর কেমন আছেন বাঘাযতীনএর পরিচালক অরুণ রায়?
বাঘাযতীনের নেপথ্যের মানুষ

Follow Us

 

ক্যানসারে আক্রান্ত পরিচালক অরুণ রায়। এ খবর আগেই জানা গিয়েছিল। প্রথম থেকেই অকুতোভয় তিনি। চলছে কেমো-রেডিয়েশন। সম্প্রতি দ্বিতীয় কেমোও নিয়ে ফেলেছেন তিনি। এখন কেমন আছেন? টিভিনাইন বাংলাকে পরিচালক জানিয়েছেন, একেবারেই নিজেকে অসুস্থ মনে হচ্ছে না তাঁর। এমনকি কেমো নেওয়ার পরও অসুবিধে হয়নি। এখনও অনেকগুলো কেমোই বাকি রয়েছে তাঁর। একই সঙ্গে চলছে রেডিয়েশনও। তাঁর কথায়, “কেমো নেওয়ার পর যে সব বমি ভাব হয়। সে সব হয়নি কিছুই। আমি যে অসুস্থ তা কিন্তু মোটেও মনে হচ্ছে না।” এর পরেই খানিক রসিকতা করেই তিনি বলেন, “আমার কাজ ছবি তৈরি করা। আমি যদি নিজের অসুখ নিয়ে চিন্তা করে যাই তবে চিকিৎসকরা কী করবেন। তাঁরা আছেন চিন্তা করার জন্য। তাই ওটা ওঁদের উপরেই ছেড়ে দিয়েছি।” এই মুহূর্তে কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলছে তাঁর। এরই মধ্যে শনিবার বিকেলে তিনি হাজির হয়েছিলেন তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’-এর টিজার লঞ্চে। পুজোতেই মুক্তি পাবে ছবিটি। প্যান ইন্ডিয়া রিলিজ, তাই দম ফেলার সময় নেই তাঁর। একাই মঞ্চে জুড়ে দাপিয়ে বেড়িয়েছেন পরিচালক। সব চরিত্রদের মঞ্চে ডাকা থেকে শুরু করে ছবি নিয়ে নানা নতুন তথ্য শেয়ার– সবই করেছেন একা হাতে। বিগ বাজেট ছবি, মুখ্য ভূমিকায় দেব। এ সবেই এখন বেশি করে মন দিতে চাইছেন পরিচালক। অসুস্থতা তাঁর কাছে এখন মুখ্য নয়।

প্রসঙ্গত, পুজোর সময় মুক্তি পাবে তাঁর ছবিটি। দেবকে স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় এর আগে দেখা যায়নি। তাই দর্শকমহলে উত্তেজনা বেড়েছে। দেব নিজেও উত্তেজিত। তবে পরিচালকের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে অরুণের সঙ্গে এক ছবিও শেয়ার করে তিনি লিখেছেন, “বাঘাযতীনের নেপথ্যের মানুষ। আমার বন্ধু, আমার পরিচালক। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ অরুণদা। তোমায় কতটা যে ভালবাসি তা তুমি নিজেও জান।”

Next Article