Jeet: ভক্তদের মাঝে জিৎ আড়াই বছর পর, কোথায় দেখুন

Jeet: কয়েকদিন আগে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন স্ত্রী মোহনা এবং মেয়ে নবন্যার সঙ্গে। সেই ছবি ভাগ করেছিলেন ইনস্টাগ্রামে।

Jeet: ভক্তদের মাঝে জিৎ আড়াই বছর পর, কোথায় দেখুন
দর্শকদের কাছে সরাসরি জিৎ

| Edited By: Mahuya Dutta

Oct 14, 2022 | 3:59 PM

জিৎ (jeet) খুব খুশি। নিজের সেই খুশি ভক্তদের সঙ্গে ভাগও করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। খুব একটা সক্রিয় নন জিৎ সোশ্যাল মিডিয়াতে। তবে দৈনন্দিন জীবনের বিশেষ কিছু মুহূর্ত ভাগ করতে ভোলেন না তিনি ভক্তদের সঙ্গে। কাজের খবর শেয়ার করলেও পরিবারের ছবি খুব কম দেন রাবণ অভিনেতা। কিন্তু আজকাল তাও ভাগ করছেন মাঝেমধ্যেই। যেমন, কয়েকদিন আগে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন স্ত্রী মোহনা এবং মেয়ে নবন্যার সঙ্গে। সেই ছবি ভাগ করেছিলেন ইনস্টাগ্রামে। যেখানে তাঁর ভক্তদের থেকে জানা যায় শুধু মহাকেলশ্বর নয়, তিনি সপরিবারে বৈষ্ণবদেবী দর্শনেও গিয়েছিলেন। সেখান থেকে মহাদেবের দর্শনে এসেছেন। তীর্থভ্রমণ শেষ।  এবার আবার কাজে মন। আর সেই ছবিই ভাগ করলেন ভক্তদের সঙ্গে জিৎ (jeet)।
আড়াই বছর পর তিনি দর্শকদের মুখোমুখি। দর্শকদের সামনে পারফর্ম করার আনন্দটা সেলিব্রিটিদের কাছে কতটা তা জিতের পোস্ট থেকেই বোঝা যাচ্ছে। কোভিডের কারণে সব কিছু থমকে গিয়েছিল। এবার আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে এই বছর আবার বিভিন্ন জায়গায় লাইভ পারফর্ম্যান্স শুরু হয়েছে জোর কদমে। পুজোতে অনেকে দেশের বাইরেও পারফর্ম করেন। জিৎও বহুদিন পর আবার মঞ্চে স্বমহিমায়।

 

জিৎ নিজে যদিও কোথায় অনুষ্ঠান করলেন তা দেননি তাঁর পোস্টে, তবে ভক্তরা জানিয়ে দিয়েছেন। অভিনেতা শুধু ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে তাঁকে কুঁচোকাঁচাদের সঙ্গে পাওয়া গেল খোশমেজাজে। কালো পোশাকে সহ চশমা পরে তিনি দর্শকদের কাছাকাছি। নেচে-গেয়ে মঞ্চ মাতালেন। ভিডিয়ো দেখে সেই অনুষ্ঠান কোথায় হয়েছে তা জানতে আগ্রহী সকলেই। তাই প্রশ্নে ভরা কমেন্ট বাক্স। কিন্তু জিৎ জানাননি কিছুই। তবে উত্তরটা এসেছে তাঁর ভক্তর তরফ থেকে। রাণাঘাটে হয়েছে অনুষ্ঠানটি। একজন ভক্ত জিতের কমেন্ট বক্সে লিখেছেন-  ‘ভগবান যখন আসে তখন সাথে করে ধামাকা নিয়ে আসে আর সেই ধামাকার সাক্ষী হয়ে রইল রানাঘাটের দর্শন’। এই খবর সামনে আসার পাশাপাশি অনেকেই যে এর সাক্ষী ছিলেন তাও জানিয়েছেন মন্তব্য বাক্সে। ভক্তরা এতদিন পর তাঁকে কাছে পেয়ে কতটা খুশি তা মন্তব্য বাক্স দেখলেই বোঝা যাচ্ছে। এ যেন ভক্ত আর ভগবানের (পর্দার) মিলনোৎসব হয়েছে।