Dev-Subhashre: হঠাৎই ভাইরাল দেব-শুভশ্রীর ‘বিয়ের ছবি’, তোলপাড় সোশ্যাল মিডিয়া

Tollywood Gossip: দেব-শুভশ্রী-- একসময় টলিপাড়ার হিট জুটি ছিলেন তাঁরা। কেরিয়ারের শুরুতেই আলাপ দু'জনের। একসঙ্গে হিটের সংখ্যা নেহাত কম নয়।

Dev-Subhashre: হঠাৎই ভাইরাল দেব-শুভশ্রীর 'বিয়ের ছবি', তোলপাড় সোশ্যাল মিডিয়া
তোলপাড় সোশ্যাল মিডিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 3:55 PM

দেব-শুভশ্রী– একসময় টলিপাড়ার হিট জুটি ছিলেন তাঁরা। কেরিয়ারের শুরুতেই আলাপ দু’জনের। একসঙ্গে হিটের সংখ্যা নেহাত কম নয়। ‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে ‘পরাণ যায় জ্বলিয়া রে’– সে সময় দু’জনেই ছিলেন কেরিয়ারের শীর্ষে। তাঁদের ‘প্রেম’ নিয়েও ছিল জোর আলোচনা। নিজেরা মুখে স্বীকার না করলেও এ ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। সে যাই হোক, হঠাৎ করেই ভাইরাল হয়েছে এক ছবি। প্রায় আট বছর আগে তোলা ওই ছবিটি ২০১৫ সালেএর অক্টোবর মাসে আপলোড হয়েছিল শুভশ্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ছবিতে দেখা যাচ্ছে, কনের সাজে মাথায় ঘোমটা আর লাল বেনারসী পরে রয়েছেন শুভশ্রী। ওদিকে আবার দেব পরেছেন পঞ্জাবী। দুজনের গলাতেই মালা। পুরোদস্তুর বর-বউ। আর এরপরেই নেটিজেনদের একটা বড় অংশ ভিড় করেছে ওই ছবির মন্তব্য বক্সে। কারও মন্তব্যে ঝরে পড়েছে হাহাকার আবার কেউ বা হয়ে পড়েছেন নস্টালজিক। শুধু কি বাঙালি? ভিন রাজ্যের অনেকেই কমেন্ট করেছেন সেখানে। যারা চেনেন না তাঁদের, তাঁরা আবার জানতে চেয়েছেন তাঁদের পরিচয়। একজন লিখেছেন, “এমনটাই তো হওয়ার ছিল, কেন হল না দেব দা?”

প্রসঙ্গত, দেবের সঙ্গে যে সম্পর্কে ছিলেন তা বিচ্ছেদের পর নিজের মুখেই স্বীকার করেছিলেন শুভশ্রী। তবে কেন তাঁদের বিচ্ছেদ হল তা এখনও কেউ জানেন না। এরপর দুজনের মধ্যেই সম্পর্কের অবনতি ঘটে। যদিও পরবর্তীতে সেই ঠান্ডা লড়াই কমেছে। আগের থেকে অনেক ভাল তাঁদের সম্পর্ক। ব্যক্তিগত জীবনেও দু’জনে এগিয়ে গিয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী। তাঁর এক সন্তানও রয়েছে। অন্যদিকে রুক্মিণী মৈত্রের সঙ্গে বহুবছর ধরেই সম্পর্কে রয়েছেন দেব। কিছু দিন আগেই তাঁরা ঘুরতে গিয়েছিলেন মলদ্বীপে। সবাই সবার জীবনে খুশি। এরই মধ্যে এই ছবি ভাইরাল হওয়া কি আদপে নস্টালজিয়া নাকি একরাশ অস্বস্তি? উত্তর খুঁজছেন অনেকেই।