Ankush-Oindrila Marriage: সমস্যা কোথায়? কেন বিয়ে করছেন না ঐন্দ্রিলা-অঙ্কুশ? চিন্তায় তড়িঘড়ি ফোন প্রসেনজিতের, তারপর…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 12, 2023 | 12:35 PM

Prosenjit Chatterjee: প্রসেনজিতের চাপে পড়ে অবশেষে বিয়ের দিন ঘোষমা করতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

Ankush-Oindrila Marriage: সমস্যা কোথায়? কেন বিয়ে করছেন না ঐন্দ্রিলা-অঙ্কুশ? চিন্তায় তড়িঘড়ি ফোন প্রসেনজিতের, তারপর...

Follow Us

শনিবার প্রকাশ্যে আসে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও অভিনেতা অঙ্কুশ হাজরার সম্পর্কের গোপন তথ্য। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো। ১৩ বছর হতে চলল সম্পর্ক, কিন্তু বিয়ের পিঁড়িতে বসার কোনও নাম নেই। কেন? টলিউডের এই জুটির ভক্ত প্রথম থেকেই কম নয়। একের পর এক সেলেবের বিয়ের খবর সামনে আসতে দেখা যাচ্ছে বছর বছর, তালিকায় থাকছে না কেবল মাত্র এই জুটির নাম। সুখবরের অপেক্ষায় যখন দিন গুনছেন ভক্তরা, ঠিক সেই সময় বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এলেন খোদ অঙ্কুশ হাজরা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না”। না বিচ্ছেদের গন্ধ পাওয়ার কোনও দরকার নেই। প্রেমেই রয়েছেন তাঁরা।

কেন বিয়ে হবে না, বা ঠিক কোন সমস্যার জন্য আটকে রয়েছে বিয়ে, তা যদিও খোলসা করতে চাননি হিরো। বরং প্রেমিকাকে উদ্দেশ্য করে তাঁর প্রেমময় বার্তা, “এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনের এর থেকে বড় উপহার আর কী বা হতে পারে? বাকিটা ব্যক্তিগত।” এই খবর চোখে পড়ার পরই সকলের মনেই উদ্বেগ তুঙ্গে। খবর চোখে পড়ার পর টলিউডের অভিভাবক প্রজেনজিৎ চট্টোপাধ্যায়ও স্থির থাকতে পারলেন না। অন্যতম পছন্দের এই জুটির মধ্যে এমন কি হল, খোঁজ নিতে ফোন করলেন অঙ্কুশকে।

ইন্ডাস্ট্রির ফোন পেয়ে রীতিমত ঘাম ঝড়ে অঙ্কুশের। যদিও কোথাও গিয়ে এই বিষয় খুব একটা সমস্যা আছে বলেও মানতে নারাজ ভক্তরা। কারণ অঙ্কুশ এমন অনেক মজার ভিডিয়ো মাঝে মধ্যেই শেয়ার করে থাকেন। অনেকেই অঙ্কুশ ও প্রসেনজিতের কথোপকথন শুনে মনে করছেন এবার প্রেমদিবসেই কি তবে বিয়ের জদিন ঘোষণা করতে চলেছেন এই জুটি! কোনও ছবির প্রমোশন প্রসঙ্গকেও এড়িয়ে যেতে নারাজ নেটপাড়া। তবে আসল সত্যি কি তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছুদিন।

 

Next Article