অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে দীর্ঘ ১৩ বছর ধরে। তবে কবে তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। একের পর এক ছবি করছেন জুটি। কখনও জুটি হিসেবে, কখনও আবার সিঙ্গেল, তবে রিল লাইফের এই সেলেব জুটি রিয়েল লাইফে কবে একসঙ্গে ঘর বাঁধবেন? সে প্রশ্ন ঘুরে ফিরছে ভক্তদের মনে। কেবল ভক্তদের মনেই নয় টলিউড একাধিক শুভাকাঙ্ক্ষীও একই প্রশ্ন করছেন তাঁদের। টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কুশ হাজরা জানিয়েছিলেন, খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁদের অনুরোধ করেছেন, ‘এবার তোরা বিয়েটা করে নে’। তবে কেন হচ্ছে না এই বিয়ে, না তেমন কোনও নির্দিষ্ট কারণ দেখাতে পারেননি দুই স্তরের কেউই।
ঐন্দ্রিলার কথায় এখন তাঁরা কেরিয়ার নিয়ে একটু ব্যস্ত। একের পর এক ভাল কাজ চলে আসায় বিয়ের সিদ্ধান্তটা আর নিয়ে ওঠা হচ্ছে না। অঙ্কুশ কেউ তিনি বেশ কিছুটা সময় দিয়েছেন তাঁর প্রযোজনা সংস্থা দাঁড় করানোর জন্য। সবমিলিয়ে এই দুই স্টার এখন কাজ নিয়েই ব্যস্ত। আর সেই কারণেই বিয়ের পিঁড়িতে বসে উঠতে পারছেন না বলেই দাবি করেন তাঁরা। তবে খুব বেশি দেরি নেই। এরই মধ্যে এবার রিয়েল লাইফের সিদ্ধান্ত নিয়ে নেবেন জুটি এমনটাই কথা দেন দর্শকদের।
চলতি বছরই তাঁদের লাভ ম্যারেজ ছবি মুক্তি পাওয়ার সময় বিয়ে নিয়ে রীতিমতো শোরগোল উঠেছিল সর্বত্র। অনেকেই মনে করেছিলেন, বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন এই জুটি। কেউ আবার ভেবেছেন সত্যি সত্যি বিয়ে করে ফেললেন তাঁরা। যদিও কোনটাই যে সত্যি নয়, তা বারবার জানিয়ে দিয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। আমি সব কিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই তাঁরা সুখবর জানাবেন বলেই খবর টলিপাড়ায়। বর্তমানে অঙ্কুশ হাজরা ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করছেন তিনি।