অঙ্কুশ হাজরা। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ। সোশ্যাল মিডিয়ায় যাঁর নিত্য উপস্থিতি। টলিউডে একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি শিকার ওটিটি সিরিজেও ছকভাঙা অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন অঙ্কুশ। দর্শকদের কাছাকাছি থাকতে চাওয়া এই সেলেব এবার ভক্তদের প্রশ্ন উত্তর দিতে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন। একের পর এক প্রশ্নের উত্তরে দিলেন মজার মজার জবাব। কখনও সত্যি, কখনও আবার উত্তর এড়িয়ে যেতে মজার কমেন্ট করে বসলেন তিনি। দেশ থেকে বিদেশ, অনেকেই এদিন অঙ্কুশকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখে প্রশ্ন পাঠিয়েছিলেন। যার একটা একটা করে উত্তর দিয়েছিলেন অঙ্কুশ। তাঁর প্রথম ছবির পারিশ্রমিক কত ছিল? অঙ্কুশ এদিন জানান, তাঁর প্রথম ছবির পারিশ্রমিক ছিল মাত্র ৫০০০ টাকা। সেটাই তাঁর কাছে অনেক বড় বিষয় ছিল। এরপর একজন জানতে চাইলেন অঙ্কুশের থেকে তাঁর ফোন নম্বর।
নিজের ফোন নম্বর জানাতে গিয়ে লিখলেন, ‘৯৯৯৯৯৮৮৮৮২২২২, ব্যস হয়ে গেল ১০টা নম্বর’। কেউ জানতে চাইলেন, তিনি কবে বাংলাদেশ যাবেন? উত্তরে তিনি লিখলেন ‘খুব তাড়াতাড়ি’। কারও প্রশ্ন, ‘আপনি যদি বলিউডে কাজ করার সুযোগ পান, তবে কোন অভিনেত্রীর সঙ্গে কাজ করবেন’, উত্তরে অঙ্কুশ জানিয়েছিলেন, ‘আমার বাংলাই ঠিক আছে বাবা’। কেউ প্রশ্ন করলেন, ‘এবার দুর্গাপুজোতে কোনও ছবি মুক্তি পাচ্ছে না আপনার?’ উত্তরে অভিনেতা লিখলেন, ‘না, এবার চিন্তামুক্ত হয়ে যেগুলো মুক্তি পাচ্ছে সেগুলো দেখব আর উপভোগ করব।’ একজন অঙ্কুশ হাজরার প্রযোজনা সংস্থায় কাজের ইচ্ছে প্রকাশ করার পর অঙ্কুশ লেখেন, ‘প্রতিভা থাকলে, কর্মদক্ষতা থাকলে নিশ্চয়ই সুযোগ পাওয়া যাবে।’ এছাড়াও আরাও অনেক প্রশ্নের উত্তর এদিন তিনি দিয়েছেন। যার স্ক্রিনশর্ট নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ার স্টোরিতে পোস্ট করেন।