বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করেছেন অঙ্কুশ হাজরা তাঁর আগামী ছবি মির্জা-কে কেন্দ্র করে। টলিপাড়ায় এখন অ্যাকশন ছবি হাতে গোনা তৈরি হচ্ছে। পারিবারিক ছবিই এখন বাংলা দর্শকদের পাতে বেশি তুলে দেওয়া হচ্ছে। এমনই সময় অভিনেতা জিৎ, অ্যাকশন ছবি নিয়েই বারবার ফিরছেন দর্শকদের দরবারে। অ্যাকশন এখন বলিউড কিংবা টলিউডের ট্রেন্ড। এবার সেই ট্রেন্ডে গা ভাসাতে দেখা গেল অভিনেতা অঙ্কুশ হাজরাকে। সব ধরনের চরিত্রেই অভিনয় করতে দেখা যায় তাঁকে। বিভিন্ন স্বাদের ছবি দর্শক দরবারে উপহার দিয়ে থাকেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি কুরবার এবার পালা মির্জা ছবির। যার টিজ়ার ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। দক্ষিণী স্টারদের কায়দায় অ্যাকশন লুকে ধরা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেতা।
সেখানেই একাধিকবার এই ক্লিপিং শেয়ার করতে দেখা যায় তাঁকে। সেই ক্লিপিং আরও একবার পোস্ট করতেই এবার হলেন ট্রোল্ড। কেউ করলেন সাবধান, কেউ আবার জানতে চাইলেন একই ভিডিয়ো আর কতবার পোস্ট হবে। যদিও অঙ্কুশের এসব নিয়ে কোনও মাথা ব্যথা নেই। কেউ তাঁর উদ্দেশে লিখলেন, এটা তোমার জন্মদিনে, নয়তো দুর্গাপুজোতে আসবে। ইদে জিতের সঙ্গে টক্করে নামা মানেই সিংহের মুখে হাত দেওয়া। তারপর ইদে সলমন খানের ছবিও থাকবে। জিতদার বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ থাকবে। কেউ লিখলেন একই ভিডিয়ো রোজ রোজ পোস্ট করতে ভাল লাগে? নতুন কিছু করেও তো এটা উপস্থাপনা করা যেত। ভিডিয়োটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অঙ্কুশ লেখেন, ‘ছবির মুক্তির দিন জানান হবে ১২ ডিসেম্বর। ততক্ষণ পর্যন্ত অনুমান করুন দেখি…।’ তাতেই অধিকাংশের অনুমান তা আসতে চলেছে ফেব্রুয়ারিতে, পুজোতে নয়তো ইদে।