প্রতি বারের মতো এ বারেও টলিপাড়ায় ‘মহানায়ক’ পুরস্কার দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী। তালিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কোয়েল মল্লিক ও অঙ্কুশ হাজরাসহ অনেকেই। পুরস্কার পেয়ে যখন সকলেই বিগলিত তখন অঙ্কুশ হাজরার বার্তা খানিক আলাদা। টলিপাড়ার হালফিলের নায়কদের ‘মহানায়ক’ পুরস্কার দেওয়া নিয়ে যখন হচ্ছে সমালোচনা তখন পুরস্কারটি গ্রহণ করার কারণ খোলসা করলেন তিনি।
অঙ্কুশের কথায়, “পুরস্কার অনুপ্রেরণা যোগায়। তাই গ্রহণ করলাম । প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে।” তিনি যোগ করেন, ” আপাতত আমার মত একজন সামান্য “নায়ক” কে সরকারের তরফ থেকে এই “মহানায়ক” সম্মান টি দেওয়ার জন্য ধন্যবাদ। নজরের সামনে সাজিয়ে রেখে দেব যাতে রোজ চোখ পড়লেই নিজেকে বলি “ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন .. যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন কর।” এই পুরস্কারের যোগ্য তিনি, এ কথা দাবি না করেই অঙ্কুশ লেখেন, যোগ্য হওয়ার জন্য আরও পরিশ্রম বাকি রয়েছে।
যদিও অঙ্কুশ এই সম্মান প্রাপক হওয়ায় অনেকেই মন্তব্য বক্সে এসে জানিয়ে গিয়েছেন ক্ষোভ। একজন নায়ককে উদ্দেশ্য করে লেখেন, “আমি তোমায় অসম্মান করতে চাই না ,কিন্তু মহানায়ক ব্যাপারটা কে একটা হাস্যকর বিষয় বানিয়ে দিচ্ছেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী , মহানায়ক মানুষ বানায় তার জন্য পুরস্কার লাগে না। কিন্তু ওই উপাধি টার মর্যাদাটা দিন দিন হারিয়ে যাচ্ছে।” আর একজন লেখেন, “তুমি ভালো অভিনেতা, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু জাত অভিনেতা হতে গেলে আরও অনেক উন্নত করতে হবে নিজেকে। এই পুরস্কারটির যোগ্য মর্যাদা দিও।” পরিশ্রম যে অঙ্কুশ করবেন, সে কথাও দিয়েছেন তিনি। কিছু দিন আগেই বিদেশ থেকে ঘুরে এসেছেন প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে। সদ্য শেষ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির শুটিং। হাতে রয়েছে অনেক কাজ।