অঙ্কুশ হাজরা ও প্রিয়াঙ্কা সরকারের জুটি এবার বড়পর্দায়। অতীতে তাঁরা একসঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন। ‘বিবাহ অভিযান’ ও ‘আবার বিবাহ অভিযান’, তবে এই দুই ছবিতেই একে অন্যের বিপরীতে কাজ করেননি তাঁরা। এবার প্রথমবার জুটি বেঁধে পর্দায় আসছেন অঙ্কুশ-প্রিয়াঙ্কা। তথাকথিত বাণিজ্যিক ছবি বলতে যা বোঝায়, অঙ্কুশ সাধারণত সেই ধরনের ছবির অভিনেতা হিসেবেই চিহ্নিত হয়ে থাকেন দর্শক মহলে। তবে অভিনয় ঘরানা পাল্টানোর চেষ্টায় তিনিও যে মরিয়া, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে ‘শিকারপুর’ সিরিজের দৌলাতে। এবার সামনে এল ‘কুরবান’ ছবির প্রথম লুক।
যেখানে বাণিজ্যিক ছবির ফানবয় লুক ঝেড়ে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাদামাটা চরিত্রে দেখা যায় অঙ্কুশ হাজরাকে। গ্রামের ছেলে হাসান, যার পরিবারে ওপর-ওপর সুখী হলেও ভিতরে ঘুন ধরেছে। ভেতরে লুকিয়ে থাকা জ্বালা-যন্ত্রণা বেদনা-কষ্ট পাওয়া-না-পাওয়ার হিসেবগুলো দিন দিন যেন প্রতিবাদের ঝড় তুলছে। এমনই এক পরিবারের ছেলের ভূমিকায় অভিনয় করছেন অঙ্কুশ হাজরা। কয়েকদিন আগেই ছবির খবর মিলেছিল, এরই মাঝে তার মোশন পোস্টার প্রকাশে এনে অঙ্কুশ জানালেন শীঘ্রই মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার।
সোশ্যাল মিডিয়ায় সোমবার ছবির মোশন পোস্টার মুক্তি পায়। যেখানে দেখা যায় পিছনে নদীতে জ্বলন্ত নৌকা সামনে সাইকেল হাতে দাঁড়িয়ে থাকা অঙ্কুশের লুক দেখে অনেকেই অবাক হলেন, পরণে ফতুয়া, মাথায় লম্বা চুল। ক্যাপশনে লিখলেন, ”ত্যাগ অনেক ধরনের হয়। কিছু তোমার জীবনকে গড়ে তুলবে আর কিছু তোমার সব ধ্বংস করে দেবে।” পোস্টার দেখা মাত্রই এক ভক্ত লিখলেন এখন সকলেই নয়া লুকে। ছবিতে প্রিয়াঙ্কা, অঙ্কুশ সহ রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় অভিনয় করেছেন। অঙ্কুশের ঝুলিতে এক একগুচ্ছ ছবি। একদিকে যেমন কুরবান ছবি, অন্যদিকে রক্তবীজ ছবিতেও কাজ করছেন তিনি।