Tollywood Facts: ‘যেভাবে তোমার চোখ আমাকে…’, আবিরকে নিয়ে এ সব কী বললেন অঙ্কুশ!
আবির চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা– নয় নয় করে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন বহু বছর। দু’জনের মধ্যে সম্পর্কও নেহাত মন্দ নয়। সেই আবিরের জন্মদিন আজ অর্থাৎ শনিবার। জন্মদিনে আবির অঙ্কুশকে শুভেচ্ছা জানাবেন, এ তো স্বাভাবিক। কিন্তু তাই বলে, এই ভাবে! গোটা ব্যাপারটা দেখে হাসি কিছুতেই চেপে রাখতে পারছেন না তাঁর ভক্তরা। নিজেদের এক সাদা কালো ছবি শেয়ার […]
আবির চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা– নয় নয় করে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন বহু বছর। দু’জনের মধ্যে সম্পর্কও নেহাত মন্দ নয়। সেই আবিরের জন্মদিন আজ অর্থাৎ শনিবার। জন্মদিনে আবির অঙ্কুশকে শুভেচ্ছা জানাবেন, এ তো স্বাভাবিক। কিন্তু তাই বলে, এই ভাবে! গোটা ব্যাপারটা দেখে হাসি কিছুতেই চেপে রাখতে পারছেন না তাঁর ভক্তরা। নিজেদের এক সাদা কালো ছবি শেয়ার করেছিলেন অঙ্কুশ। ছবিটি বেশ মজার। অঙ্কুশের দিকে আড়চোখে তাকিয়ে আছেন আবির। ওই ছবি দেখেই অঙ্কুশের বক্তব্য, “যেভাবে তোমার চোখ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতো, আমি তখনই বুঝেছিলাম আমাদের মধ্যে ভবিষ্যতে কিছু একটা সম্পর্ক গড়তে পারে। যাক, বাকিটা ব্যক্তিগত থাক, হ্যাঁ, আমিও তোমাকে ভালবাসি।”
দাঁড়ান, এখানেই শেষ নয়। অঙ্কুশ আরও লিখেছেন, আবিরের নতুন এক নামও দিয়েছেন তিনি। ভালবেসে ডেকেছেন, ‘সণ্টুমনা’। যা দেখে হাসি কিছুতেই চেপে রাখতেই পারছেন না তাঁদের ভক্তরা। একজন লিখেছেন, “উফ বস। তুমি বলেই পারো। এ কেমন শুভেচ্ছা?” আর একজনের রসিকতা, “যা লিখেছ তা ঐন্দ্রিলাদি জানতে পারলে তোমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দেবে।” একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও দু’জনের মধ্যে সম্পর্ক বেশ ভাল। এই যেমন এই বছরের মুক্তি পেয়েছিল অঙ্কুশের ছবি ‘লাভ ম্যারেজ’। ছবিটির অংশ না হয়েও সেই ছবির প্রচারে অংশ নিয়েছিলেন আবীর। ওদিকে আবার পুজোয় মুক্তি পেয়েছিল আবির অভিনীত ‘রক্তবীজ’। ওই ছবির সাকসেস পার্টিতেও হাজির হয়েছিলেন অঙ্কুশ। বাংলা ছবির পাশে দাঁড়ানো নিয়ে যখন এত বক্তব্য, তখন দুই নায়কের এই খুনসুটি, এ হেন রসিকতা… ইতিবাচক বলে ধরে নেওয়াই যায়।
View this post on Instagram