Tollywood: প্রাণঘাতী এক ভাইরাসের ‘অ্যান্টিডোট’ খুঁজবেন অঙ্কুশ-শুভশ্রী, ক্যাপ্টেন পরমব্রত

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 06, 2021 | 12:56 AM

এক অ্যান্টিডোটের খোঁজে এক অসহায় বাবা। ছেলে আক্রান্ত সেই ভাইরাসে... বর্তমান পরিস্থিতির সঙ্গে কিছুটা মিল খুঁজে পেলেন?

Tollywood: প্রাণঘাতী এক ভাইরাসের অ্যান্টিডোট খুঁজবেন অঙ্কুশ-শুভশ্রী, ক্যাপ্টেন পরমব্রত
'অ্যান্টিডোট' খুঁজবেন অঙ্কুশ-শুভশ্রী, ক্যাপ্টেন পরমব্রত

Follow Us

অ্যান্টিডোটের বাংলা কী? উত্তরে বলবেন, ‘প্রতিষেধক’। এমনই এক অ্যান্টিডোটের খোঁজে এক অসহায় বাবা। ছেলে আক্রান্ত সেই ভাইরাসে… বর্তমান পরিস্থিতির সঙ্গে কিছুটা মিল খুঁজে পেলেন? মনে হল, এ তো আপনার-আমারই অসহায়তার কথা? দাঁড়ান, চমক আছে আরও। খোদ টলিউডেই আসতে চলেছে এমন এক ছবি। যার নাম অ্যান্টিডোট।

পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায়। মুখ্য চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। যদিও সূত্র বলছে শুভশ্রীর আগে মিমির কাছেই পৌঁছেছিল অফার, তবে এখন হিসেব অন্য। অঙ্কুশ-শুভশ্রী আগেও জুটি বেঁধেছেন, তবে এ ধারার ছবিতে নয়। ছবির প্লটলাইন বলছে আদ্যপান্ত থ্রিলার। বাড়তি পাওনা বাবার অসহায়তা, ছেলেকে বাঁচানোর তাগিদ ও একই সঙ্গে পুলিশ ও কিছু অসাধু ফার্মাসিউটিক্যাল মাফিয়ার সঙ্গে জীবন বাজি রেখে জেতার লড়াই… এ সবই দেখা যেতে চলেছে ছবিতে। প্রযোজনা সংস্থা হিসেবে দেখা যাবে এক্সজেন ভেঞ্চার অ্যান্ড রোডশো ফিল্মসকে। প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়। স্টোরি কনসেপ্ট অরিত্র সেনের। কালি,মাফিয়া, নকল হীরের মতো সিরিজ যিনি সৃষ্টি করেছেন আগেই।

অন্যদিকে পরিচালনা পরমব্রতর কাছে নতুন অঙ্ক নয়। এর আগে সোনার পাহাড়, অভিযান, বনির মতো বেশ কিছু ছবি পরিচালনা করেছেন পরমব্রত। আগামী ছবিতে তাঁর তুরুপের তাস শুভশ্রী-অঙ্কুশ। বিগত বেশ কিছু বছর ধরেই নিজেদের ভাঙছেন ওই দুই তারকা। অঙ্কুশের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ম্যাজিক’-এ তাঁর চরিত্র একেবারেই আলাদা। অন্যদিকে শুভশ্রীও মাতৃত্ব পরবর্তীকালীন বিরতির পর ক্রমে ফিরছেন কাজে। কেমন হতে চলেছে এই ছবি, প্রতীক্ষায় অনুরাগীরা।

আরও পড়ুনDrug Case: টলিউডেও বেপরোয়া ভাবে নেশা! ‘ছেড়ে দিন, ধরা পড়ে যাবেন…’, প্রযোজকের পোস্টে সাবধানবাণী

আরও পড়ুন: Drug Case: ‘বলিউডের ত্রাস’ এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের স্ত্রী-ও একজন বলি অভিনেত্রীই!

Next Article