‘মানুষ ভাল নেই’, কঠিন সময়ে মনখারাপের সুর অনুপমের গানে

গানটি লিখেছেন এবং সুর করেছেন অনুপম নিজে। এমন এক সময় যখন সত্যিই মানুষের মন ভাল নেই। রোজ রোজ একের পর এক মৃত্যুর খবর শিরোনামে উঠে আসছে।

'মানুষ ভাল নেই', কঠিন সময়ে মনখারাপের সুর অনুপমের গানে
মানুষ ভাল নেই।
Follow Us:
| Updated on: May 23, 2021 | 12:38 PM

ইউটিউবে গানের বিবরণীতে লেখা কিছু কথা—‘অদ্ভূত সময় । মানুষ কিছুদিন ধরে কষ্ট পেয়ে চলেছে। কোভিড সংকট, অর্থনৈতিক মন্দা এবং নিয়মিত এক আতঙ্ক আমাদের ২৪X৭ ঘন্টা চাপে রাখছে। এটা এমন গান যা আজ আমাদের মনকে প্রতিফলিত করে—‘মানুষ ভাল নেই’। আমরা মরিয়া হয়ে কোথাও আশার রূপোলী রেখা খুঁজছি’।

ইউটিউবের গানটির নাম ‘মানুষ ভাল নেই’। ভীষণ কঠিন এক অসময়ে গানটি গেয়েছেন অনুপম রায়। গানটি লিখেছেন এবং সুর করেছেন অনুপম নিজে। এমন এক সময় যখন সত্যিই মানুষের মন ভাল নেই। রোজ রোজ একের পর এক মৃত্যুর খবর শিরোনামে উঠে আসছে।

আরও পড়ুন ভয় করো-না: ‘দেব’ আসল ‘আনন্দ’ তো বাড়িতে রয়েছে—করোনা সচেতনতায় মুম্বই পুলিশ

অক্সিজেন সিলিন্ডার থেকে আইসিইউ বেডের জন্য হন্যে হয়ে ঘুরছে মানুষ, সে সময়ে এক সত্যি বাস্তব রূপ তুলে ধরেছেন অনুপম। গায়কের সঙ্গে এ গানে গলা মিলিয়েছেন আর এক র‍্যাপার। তাঁর নাম সিজি। মিউজিক ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একজন সাদামাটা মানুষ এই করোনা সময়ে কীভাবে দেখছে তাঁর চারপাশের সমাজকে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তগুলো আমাদের রোজকারের বাস্তবের সঙ্গে মিলে যায় ভীষণভাবে। সাদামাটা মানুষটির চরিত্রে অভিনয় করেছেন  অনির্বাণ ভট্টাচার্য।

অনুপম রায় তাঁর সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করে ক্যাপশনে জু়ড়ে দেন সেই গানেরই কিছু লাইন। তিনি লেখেন, ‘এভাবেই কাটছে দিন, এভাবেই কাটছে মাসের পর মাস। গাছের অভাব খুব, আগাছায় ভরছে আমার চারপাশ। মাড়িয়ে এগিয়ে যাই।’