কস্মিনকালেও সন্তানের জন্ম দেননি মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী। অথচ সাম্প্রতিক অতীতে তাঁকে নিয়ে যা যা রটনা রটেছে। তার মধ্যে একটি হল তাঁর দুই সন্তান রয়েছে। এ নিয়ে সম্প্রতি একটি পোস্টও করেছিলেন তিনি। লিখেছিলেন, “জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়ে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনো সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়। দয়া করে Fake news factoryর দ্বারা মুরগি হবেন না। আচ্ছা নমস্কার। জনতার মঙ্গল হোক।” পিয়ার এই পোস্টের পড়েই তাঁর পাশে এসে দাঁড়ান টলিউডের একটি বড় অংশ। এর মধ্যে নন্দিনী চট্টোপাধ্যায় যিনি আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীও বটে থেকে শুরু করে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সকলেই ছিলেন আর এরই মাঝে ঘটে যায় এক মজার ঘটনা। পিয়ার সন্তান বলে নিজেকে দাবি করেন টলি-টেলিপাড়ার এক সুন্দরী তন্বী।
তিনি কে জানেন? অনুষা বিশ্বনাথন, সম্প্রতি এক ধারাবাহিকে যাকে নিয়মিত দেখা যাচ্ছে। কমেন্ট বক্সে তিনি লেখেন, “আমরা তো বাচ্চা। আমি আর ঋতব্রত মুখোপাধ্যায়।” জানিয়ে রাখা যাক, পরম-পিয়ার বিয়েতে টলিপাড়া থেকে মাত্র যে দু’জন আমন্ত্রিত ছিলেন তাঁরা হলেন এই অনুষা ও ঋতব্রত। নবদম্পতির সঙ্গে তাঁদের সখ্য দারুণ। আর সেই কারণে পিয়ার কাছে এ হেন দাবি তাঁর। পিয়াও উত্তর দিয়েছেন, লিখেছেন, “এটা দারুণ।” রটনা, আলোচনা, সমালোচনা লাগাতার। তবে এরই মধ্যে ভালই আছেন পরম-পিয়া। কাজও চলছে জোরকদমে। সমালোচনা? সে তো সেলেব জীবনের অঙ্গমাত্র।
পরম-পিয়ার বিয়েতে টলিপাড়া থেকে মাত্র যে দু’জন আমন্ত্রিত ছিলেন তাঁরা হলেন এই অনুষা ও ঋতব্রত