অপরাজিতার পরিবারে নতুন সদস্য, নতুন পথ চলা শুরু…

Aparajita Adhya: অগস্ট অপরাজিতার কাছে বিশেষ একটি মাস। এই মাসেই ২৪ বছর আগে বিয়ে করেছিলেন তিনি।

অপরাজিতার পরিবারে নতুন সদস্য, নতুন পথ চলা শুরু...
অপরাজিতা আঢ্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 06, 2021 | 9:05 PM

অপরাজিতা আঢ্যর জীবন অনেকটা খোলা খাতার মতো। আনন্দ হোক বা মন খারাপ সবটাই অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। সদ্য পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানালেন তিনি। সে খবরও সোশ্যাল ওয়ালে শেয়ার করলেন অপরাজিতা।

আসলে নতুন একটি গাড়ি কিনলেন অপরাজিতা। স্বামীকে সঙ্গে নিয়ে সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিউ জার্নি উইথ নিউ কার। এই নতুন পথ চলায় সকলে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।’

অগস্ট অপরাজিতার কাছে বিশেষ একটি মাস। এই মাসেই ২৪ বছর আগে বিয়ে করেছিলেন তিনি। এর আগে বহু আলাপচারিতায় অপরাজিতা জানিয়েছেন, বেশ অল্প বয়সেই বিয়ে করেছিলেন। ফলে তাঁর বেড়ে ওঠা পুরোটাই শ্বশুরবাড়িতে। দীর্ঘ ২৪ বছরের সংসার তাঁর। কেরিয়ারের এতগুলো বছর কাটিয়ে ফেললেন। শাশুড়ি মা তাঁকে আজও মেয়ের মতোই আগলে রাখেন। অপরাজিতা হাসতে হাসতে জানান, তাঁর নিজের মা নাকি বেশ কড়া ধাতের মানুষ। ফলে সব আবদার আজও শাশুড়ি মায়ের কাছেই। দিন কয়েক আগেই শ্বশুরমশাইকে হারিয়েছেন অভিনেত্রী। সে কারণেই বিবাহবার্ষিকী নিজেদের মতো করে সেলিব্রেট করবেন।

করোনা পরিস্থিতিতে আলাদা কোনও আয়োজনের পরিকল্পনা নেই। করোনা পরিস্থিতিতে গত কয়েকদিনে পারিবারিক বিপর্যয়ের মধ্যে দিয়ে গেলেন অপরাজিতা। অনেক প্রিয়জনকে হারিয়েছেন। সে সব সামলে কাজে ফিরতে পারা নিঃসন্দেহে ভাল লাগার বিষয়। মৈনাক ভৌমিকের পরিচালনায় একটি ছবি দিয়েই ৭০ দিন বাড়ি থাকার পর ফের শুটিংয়ে ফেরেন তিনি। এই প্রতিকূল পরিস্থিতিতে অনুরাগীরা তাঁর সঙ্গে ছিলেন, সাহস জুগিয়েছিলেন। ভবিষ্যতেও সেই আশীর্বাদের দাবি জানিয়েছেন অপরাজিতা।

আরও পড়ুন, রাজ কুন্দ্রা গ্রেফতারি মামলায় শার্লিন চোপড়াকে জিজ্ঞাসাবাদ

আরও পড়ুন, এক মিনিটের প্রোমোর জন্য রেখার পারিশ্রমিক পাঁচ কোটি টাকা!