বিশেষ দিন। বিশেষ ভাবেই সেলিব্রেট করেন সকলে। ব্যতিক্রম নন অভিনেত্রী অপরাজিতা আঢ্যও। আজ তাঁর বিবাহবার্ষিকী। স্বামী অতনুর সঙ্গে কয়েকটি ছবি জুড়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
অপরাজিতা লিখেছেন, ‘২৪ বছর কেটে গিয়েছে। কিন্তু আমার এখনও মনে হয় মাত্র ২৪দিন। আমাকে এত বছর ধরে বোঝার জন্য, বিশ্বাস করার জন্য ধন্যবাদ। প্রার্থনা করি যেন এ ভাবেই এগিয়ে যেতে পারি। ভালবাসি টাটু। শুভ বিবাহবার্ষিকী।’
করোনা পরিস্থিতিতে বড় কোনও আয়োজন নয়। বাড়িতেই কেক কেটে এই বিশেষ দিন সেলিব্রেট করলেন অপরাজিতা। অগস্ট অপরাজিতার কাছে বিশেষ একটি মাস। এর আগে বহু আলাপচারিতায় অপরাজিতা জানিয়েছেন, বেশ অল্প বয়সেই বিয়ে করেছিলেন। ফলে তাঁর বেড়ে ওঠা পুরোটাই শ্বশুরবাড়িতে। দীর্ঘ ২৪ বছরের সংসার তাঁর। কেরিয়ারের এতগুলো বছর কাটিয়ে ফেললেন। শাশুড়ি মা তাঁকে আজও মেয়ের মতোই আগলে রাখেন। অপরাজিতা হাসতে হাসতে জানান, তাঁর নিজের মা নাকি বেশ কড়া ধাতের মানুষ। ফলে সব আবদার আজও শাশুড়ি মায়ের কাছেই। দিন কয়েক আগেই শ্বশুরমশাইকে হারিয়েছেন অভিনেত্রী। সে কারণেই বিবাহবার্ষিকী নিজেদের মতো করে সেলিব্রেট করলেন তিনি।
করোনা পরিস্থিতিতে আলাদা কোনও আয়োজন করেননি দম্পতি। গত কয়েকদিনে পারিবারিক বিপর্যয়ের মধ্যে দিয়ে গেলেন অপরাজিতা। অনেক প্রিয়জনকে হারিয়েছেন। সে সব সামলে কাজে ফিরতে পারা নিঃসন্দেহে ভাল লাগার বিষয়। মৈনাক ভৌমিকের পরিচালনায় একটি ছবি দিয়েই ৭০ দিন বাড়ি থাকার পর ফের শুটিংয়ে ফেরেন তিনি। এই প্রতিকূল পরিস্থিতিতে অনুরাগীরা তাঁর সঙ্গে ছিলেন, সাহস জুগিয়েছিলেন। ভবিষ্যতেও সেই আশীর্বাদের দাবি জানিয়েছেন অপরাজিতা।
আরও পড়ুন, চাকরির বাজারে ‘সিট’ কম, তবু ইন্টারভিউ তো দিতে পারেন, নাকি?