শুটিং সেরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। আচমকাই অপরাজিতা আঢ্যর গাড়ি লক্ষ্য করে উঠল হামলার অভিযোগ। শুধু গাড়িই নয়, যে স্টুডিয়োতে ধারাবাহিকের শুটিং করছিলেন ‘লক্ষ্মী কাকিমা’ সেই স্টুডিয়োকে লক্ষ করেও ছোড়া হল ইট। ঘটনায় কেউ আহত না হলেও ভেঙে গিয়েছে অভিনেত্রীর পরিশ্রমের টাকায় কেনা সাধের গাড়ির কাচ। টিভিনাইন বাংলাকে অভিনেত্রী জানান, মঙ্গলবার এক ছবির প্রচার শেষে ধারাবাহিকের শুটিংয়ের জন্য ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর সেটে হাজির হয়েছিলেন তিনি। আচমকাই বাইরে থেকে হইহল্লার চিৎকার শুনতে পারেন। যদিও সেই সময় রোজ যে জায়গার শুটিং শেষে বসে থাকেন সেখানে ছিলেন না। এক ফোন আসায় মেকআপ রুমের দিকে হেঁটে হেঁটে কথা বলছিলেন।
অভিনেত্রীর কথায়, “স্টুডিয়োর একেবারে সামনেই রাখা ছিল আমার গাড়িটা। আচমকাই ইট ছুড়তে থাকে ওরা। আমার গাড়িতেও ইট পড়ে। গাড়ির কাচ ভেঙে যায়। গাড়িতে যদি আমি থাকতাম তাহলে মারাত্মক কিছু হতে পারত।” তিনি আরও জানান, যে ভাবে ইট ছোঁড়া হচ্ছিল তাতে করে সে সময় স্টুডিয়োর সামনে কেউ থাকলে তারও বড় দুর্ঘটনা হতে পারত। প্রশ্ন হল, কে করেছে এমন কাজ? এই ঘটনায় পুলিশকে কি জানান হয়েছে? অভিনেত্রী জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ আসে। অভিযোগও করা হয়। তদন্তে জানা যায়, মানসিক ভাবে বিকারগ্রস্ত স্থানীয় এক ব্যক্তিই নাকি এই কান্ড ঘটিয়েছেন। কিন্তু প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন, একজন মানুষের পক্ষে কি এতগুলো এভাবে ছোড়া সম্ভব?
গাড়ির ছবিও শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, এ গাড়ি তাঁর বড় সাধের। তাঁর কথায়, “মানুষ অনেক কষ্ট করে তিল তিল করে একটা স্বপ্ন কে গড়ে তোলে… সেটা কে সত্যি করে…আর কিছু মানুষ আছে যারা চেনা নয় জানা নয় শত্রু নয় শুধু মাত্র নিজের বিকৃত মস্তিষ্ক কে আরাম দেওয়ার জন্য ক্ষতি করে এটা মানুষের স্বপ্ন ভেঙে গুঁড়ো করে দেয়….. তাদের ক্ষমা করতে চাইলেও মনে শুধু ঘৃণাই আসে।” গোটা ঘটনায় উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তবে অভিনেত্রীর কোনও শারীরিক আঘাত লাগেনি। মানসিক ভাবে বিপর্যস্ত হলেও শারীরিক ভাবে সুস্থ আছেন তিনি।