অপরাজিতা আঢ্য, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সিনেপরাড়া সর্বত্র তাঁর চাহিদা তুঙ্গে। বর্তমানে তিনি রয়েছেন মুম্বইতে। সেখানেই শুটিং-এ ব্যস্ত অভিনেত্রী। যদিও সোশ্যাল মিডিয়ায় তাঁর নিত্য উপস্থিতিতে কোনও বিরতি নেই। তাই মুম্বই থেকেও ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী। কয়েকদিন আগেই মুম্বইতে পৌঁছে গিয়েছিলেন অপরাজিতা। সেখানে কাজের মাঝে এখন তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বর্ষার মায়ানগরী। না, খাতায় কলমে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির কোনও বিরাম বিশ্রাম নেই। দেশের সর্বত্রই বৃষ্টি হয়ে চলেছে। মুম্বইও তালিকা থেকে বাদ পড়ছে না।
তাই সেখানে পৌঁছতেই বৃষ্টির সাক্ষী থাকলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সকাল সকাল তৈরি হয়ে বৃষ্টি উপভোগ করতে দেখা গেল তাঁকে। অপরাজিতার কথায়, এই বৃষ্টি দেখার ইচ্ছে ছিল তাঁর বহু দিনের। আর সত্যি সেখানে বৃষ্টি পড়লে সবটা সাদা হয়ে যায়। কিছুই দেখা যায় না। অপরাজিতা আরও জানান, তাঁরা পাহাড়ের ওপরের একটি জায়গাতে শুটিং করছেন। সামনেই দাঁড়িয়ে রয়েছে একটি জেনারেটর ভ্যান। সেখানে শুটিং-এর ফাঁকে আরও একটি কাজ করলেন অভিনেত্রী। সোমবার ছিল গণেশ চতুর্থী। এদিন তিনি গণেশ মন্দিরে গিয়েও পুজো সেরে আসেন।
নিজে হাতে করলেন আরতি। সেই ভিডিয়োও ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বর্তমানে কলকাতা, মুম্বই মিলিয়ে শুটিং কাজে ব্যস্ত তিনি। টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী হয়ে উঠেছে। যাঁর চাহিদা টেলি দুনিয়া থেকে শুরু করে টলিপাড়া সর্বত্রই তুঙ্গে। অপরাজিতা বরাবরই নিজের কাজ নিয়ে ভীষণ সচেতন। ততটাই তিনি যত্নশীল তাঁর দর্শক ও ভক্তদের প্রতি। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন আপডেট নিয়ে দর্শক দরবারে হাজির হয়ে থাকেন তিনি। এবারও যার ব্যতিক্রম হল না।