Aparajita Adhya: সদগুরুর সঙ্গে দেখা হতেই ‘আই লাভ ইউ’ বললেন অপরাজিতা, পেলেন উপহারও

Aparajita Adhya: স্বপ্ন সত্যি হয়েছে অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya)। যে স্বপ্নকে লালন করেছেন এতদিন সেই স্বপ্নের সঙ্গেই সাক্ষাৎ হয়েছে তাঁর। শনিবার কলকাতায় সতসঙ্গ ছিল সদগুরুর।

Aparajita Adhya: সদগুরুর সঙ্গে দেখা হতেই 'আই লাভ ইউ' বললেন অপরাজিতা, পেলেন উপহারও
সদগুরুকে দেখতে পেয়েই ভালবাসার কথা জানালেন অপরাজিতা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2022 | 2:00 PM

স্বপ্ন সত্যি হয়েছে অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya)। যে স্বপ্নকে লালন করেছেন এতদিন সেই স্বপ্নের সঙ্গেই সাক্ষাৎ হয়েছে তাঁর। শনিবার কলকাতায় সতসঙ্গ ছিল সদগুরুর। অপরাজিতা মনে মনে ভীষণ শ্রদ্ধা করেন তাঁকে। তাই তাঁর সাক্ষাৎ পেতে হাজির হয়ে গিয়েছিলেন ওই ধর্মীয় অনুষ্ঠানে। শুধু কি হাজির হয়েছিলেন? সামনে থেকে ওই ব্যক্তিত্বকে দেখে ‘আই লাভ ইউ’ও বলে ফেললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই সাক্ষাতের মুহূর্ত ক্যামেরা বন্দি করে এক আবেগঘন পোস্ট করেছেন তিনি। লিখেছেন, “স্বপ্ন কখনও কখনও সত্যি হয়। কখনও কখনও দু’বার সত্যি হয়। এতে কোনও গোপনীয়তা নেই যে এই পৃথিবীতে দুজন মানুষকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। এক হলেন বিগ-বি আর অন্যজন হলেন সদগুরু।” যে খানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেখানে নির্ধারিত সময়েই পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী ।প্রথম বার তাঁকে চাক্ষুষ দেখলেও কাছে যাওয়ার সুযোগ হয়নি অভিনেত্রী। দ্বিতীয় বার এল সেই সুযোগ, আর তাতেই আবেগঘন অপরাজিতা।

তিনি লিখছেন, “আমার গায়ে কাঁটা দিচ্ছিল। নিজের আবেগকে ধরে রাখতে পারছিলাম না। এত বছর ধরে যে কথা তাঁকে বলতে পারিনি, তাই বলে দিয়েছি। বলে দিয়েছি, ‘আমি তোমাকে ভালবাসি’। উনি শুধু আমার হাত ধরে মিষ্টি করে হাসলেন। যে হাসিতে এই পৃথিবী শান্ত হয়ে যায়। যেই হাসি…।” এখানেই কিন্তু শেষ নয়, গতকাল অর্থাৎ শনিবার অপরাজিতার সঙ্গে যেন ম্যাজিকের পর ম্যাজিক ঘটেছে। উপহারও পেয়েছেন সদগুরুর কাছ থেকে। অপরাজিতার কথায়, “নিজের হাতে আমাকে গিফট বল দিয়েছেন তিনি যা কিনা আমার সারা জীবনের স্মৃতি হয়ে রইল। হ্যাঁ, স্বপ্নও কখনও কখনও সত্যি হয়।” গতকাল ছিল অপরাজিতার কাছে সেই স্বপ্ন সত্যি হওয়ার দিন।

এই মুহূর্তে মেগা সিরিয়াল নিয়ে ব্যস্ত ‘লক্ষ্মী কাকিমা’। কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘কথামৃত’। ছবিতে অপরাজিতা আঢ্য ছাড়াও ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই ছবি হিট না হলেও সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।