Aparajita Adhya: ভালবাসায় কোনও শর্ত থাকে না, প্রেম প্রসঙ্গে কী বললেন ‘লাভগুরু’ অপরাজিতা?

Relationship: মধুমিতার সকল সমস্যার সমাধান রয়েছেন তাঁর কাছে। এবারে মৈনাক ভৌমিকের ফ্রেমে তিনি বাড়িওয়ালা ও মধুমিতা ভাড়াটিয়া। সম্প্রতি সেই লাভগুরুই এবার মুখ খুললেন সম্পর্ক নিয়ে।

Aparajita Adhya: ভালবাসায় কোনও শর্ত থাকে না, প্রেম প্রসঙ্গে কী বললেন 'লাভগুরু' অপরাজিতা?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 9:30 PM

সম্প্রতি চিনি ২ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন অপরাজিতা আঢ্য। এই ছবির ট্রেলারেই প্রকাশ্যে এসেছে এবার পর্দায় মধুমিতা সরকারের লাভগুরুর ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা। মধুমিতার সকল সমস্যার সমাধান রয়েছেন তাঁর কাছে। এবারে মৈনাক ভৌমিকের ফ্রেমে তিনি বাড়িওয়ালা ও মধুমিতা ভাড়াটিয়া। সম্প্রতি সেই লাভগুরুই এবার মুখ খুললেন সম্পর্ক নিয়ে। অপরাজিতা আঢ্যর চোখে প্রেম কী? প্রশ্ন করাতেই কী উত্তর দিলেন অভিনেত্রী? তাঁর কথায়, ভালবাসা তো এক ইনার বিউটি। আমি কাউকে ভালবাসি মানে সেটা ভেতরের সৌন্দর্যতা। আমি যখন আমার ভালবাসার জন্য অপর ব্যক্তির থেকে কিছু আশা করছি, সে আমার জন্য করবে, সে আমাকে দেবে, সে আমাকেও সমান ভালবাসবে, এটা হচ্ছে চুক্তি।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, এই ধরনের সম্পর্ক মানে আমি তাঁর থেকে কিছু আশা করছি। সেটা ভালবাসা নয়, সেটা একটা শর্ত। কিন্তু যতক্ষণ আমি কাউকে ভালবাসি, সে আমি ভগবানকেই ভালবাসি, বন্ধুকেই ভালবাসি, যে কোনও মানুষকে ভালবাসি, পশুপাখিকে ভালবাসি, প্রকৃতিকে ভালবাসি, সেটা তো অন্তরের সৌন্দর্যতা, সেটাকে আমি যত জাগাতে পারব, সেটাই তো পূজো, সেটাই তো ভালবাসা। ভালবাসাই তো হচ্ছে ধর্ম, তার ওপর তো কোনও ধর্ম নেই। আসলে ওটা তো আত্মা। সত্যি বলতে ভালবাসার কোনও বয়স নেই।

অপরাজিতার কথায় ভালবাসা এক অন্যস্বাদের সম্পর্ক, যেখানে দেনাপাওনার অঙ্ক কষা যায় না। ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে টলিউডের দুই বাঘাবাঘা ছবি। একদিকে দেব ও রুক্মিনী মৈত্র অভিনীত ছবি ব্যোমকেশ ও দুর্গরহস্য, অন্যদিকে চিনি ২। পাশাপাশি বলিউডেরও দুই ছবির মুক্তি এই একই দিনে। তাই বক্স অফিসে জোর টক্করের মুখে বাংলার বুকে চার ছবি। ove