অপরাজিতা আঢ্য, বরাবরই টেলিদুনিয়ায় চর্চিত তিনি। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা এই সেলেব বেশ মুডি। অভিনয়, নাচ, গানে মেতে থাকতেই বেশি পছন্দ করেন। বয়স বাড়লেও মনটাকে তরুণ তরতাজা করে রাখতেই পছন্দ করেন তিনি। তবে হঠাৎ কী হল অভিনেত্রীর? জানালার পাশে দাঁড়িয়ে চোখের কোল ভিজে উঠল তাঁর। সম্পর্ক নিয়ে কঠিন কথা বললেন তিনি। এক ভাইরাল রিলসে নিজের আবেগ ঢেলে দিলেন। যেখানে শোনা গেল, ”এখন আমি জীবনের এমন পর্যায় রয়েছে, যেখানে মানুষকে দূরে সরিয়ে রাখি শিক্ষা দিতে নয়, মানুষের থেকে দূরে সরে থাকি আমার শিক্ষা পাওয়া হয়ে গিয়েছে বলে।”
তবে এটা অপরাজিতার ব্যক্তিগত সম্পর্কের অভিজ্ঞতা থেকে উপলব্ধি কি না, তা বোঝা দায়। কারণ দিনের শেষে তিনি অভিনেত্রী। ফলে যে কোনও সংলাপেই নিজের অভিব্যক্তি উজার করে দিতে জানেন তিনি। তবে অপরাজিতা আঢ্য জীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় রয়েছেন, তা থেকেও তিনি এই মন্তব্য অনায়াসে করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর এক একটি পোস্ট।
কখনও কবিতা, কখনও গান, অপরাজিতা মানেই প্রতিটা পদে পদে দর্শকদের নজর কাড়া। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা, অপরাজিতা মানেই অভিনয়ের দাপুটে সেনিপাড়ায় জায়গা করে নেওয়া। তিনি প্রতিটা পদক্ষেপে যেভাবে সকলের নজর কেড়েছেন, তাতে তাঁকে নিয়ে দর্শক সর্বদাই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। বর্তমানে তিনি বেশ কয়েকটি প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন। শুটিং-এও ব্যস্ত রয়েছেন তিনি। কয়েকদিন আগে শুটিং ফাঁকে ক্রিকেট খেলেও সকলের নজর কেড়েছিলেন অপরাজিতা। আবার নিজের নাচের প্রস্তুতিও চলছে পাশাপাশি।