Aparajita Adhya: মাতৃহারা অপরাজিতা আঢ্য, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ‘সব শেষ’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 27, 2023 | 12:23 PM

Aparajita Adhya: বাবাকে হারিয়ে ছিলেন ছোটবেলায়, এবার মা'কেও হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

Aparajita Adhya: মাতৃহারা অপরাজিতা আঢ্য, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ
মায়ের সঙ্গে অপরাজিতা আঢ্য।

Follow Us

বাবাকে হারিয়ে ছিলেন ছোটবেলায়, এবার মা’কেও হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এ দিন অর্থাৎ সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর মায়ের। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। সেই কারণেই এবারের জন্মদিন বাইরে না পালন করে বাড়িতেই ছোটখাটো পরিসরে পালন করেছিলেন অভিনেত্রী। আশা করেছিলেন সুস্থ হয়ে উঠবেন মা। তা আর হল না। চলে গেলেন মা। অনাথ হয়ে গেলেন অপরাজিতা। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এ প্রসঙ্গে আরও বিস্তারিত জানতে টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিলেন অপরাজিতা আঢ্যের সঙ্গে। তিনি বলেন, “বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিল মা। শরীরটা কিছুতেই ভাল যাচ্ছিল না। আজ সকালে আমি অ্যাডের শুটে যাব বলে বের হচ্ছি তখন ও বাড়ি থেকে ফোন আসে (বাপের বাড়ি)। কাল রাতেই জ্বর এসেছিল। তখনই মনটা কু ডাকছিল। আজ সকালে হঠাৎই অক্সিজেন ওঠা নামা শুরু করে। ব্লাড প্রেসার শূন্যতে নেমে যায়। মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে থাকে। হাসপাতালে নিয়ে যাব বলে ফোনও করি, কিন্তু তার আগেই সব শেষ”। ছোট থেকে একা হাতে মেয়েকে বড় করে তুলেছেন অভিনেত্রীর মা। খুব অল্প বয়সে বাবা মারা যাওয়ায় মা-ই ছিলেন তাঁর প্রিয়জন। যদিও মা যে খুব কড়া ধাঁচের মানুষ ছিলেন সে কথা এর আগে বহু বার বহু সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, একা হাতে সংসার সামলানোর জন্য সব দিকে কড়া নজর ছিল তাঁর। এমনকি এও জানিয়েছিলেন, মায়ের কাছে মারও খেতে হয়েছে বহুবার।

শিবরাত্রি উপলক্ষে কিছু দিন আগেই সদগুরুর কাছে গিয়েছিলেন অপরাজিতা। ফিরেছিলেন গত ২১ তারিখ। গত ২২ তারিখ মায়ের সঙ্গে তাঁর দেখাও হয়। তখনই মনে হয়েছিল কিছু একটা খারাপ হতে চলেছে। যদিও আশাহত হননি তিনি। কিন্তু এভাবে যে মা চলে যাবেন বিশ্বাসই হচ্ছে না অভিনেত্রীর

 

 

 

 

 

 

Next Article