Aindrila-Arijit: ঐন্দ্রিলার চিকিৎসার টাকা দিচ্ছেন অরিজিৎ সিং? সত্যি জানালেন সব্যসাচী
Arijit-Aindrila: শুক্রবার গভীর রাতে এক পোস্ট করেছেন সব্যসাচী। সেখানে অরিজিৎ সিংয়ের ঐন্দ্রিলাকে অর্থসাহায্য নিয়ে যা যা রটেছে সেই বিষয়ে কিছু কথা লিখেছেন অভিনেতা।

ঐন্দ্রিলা শর্মা অসুস্থ হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে রটছে একের পর এক গুজব। সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন রটছে নানা রটনা। কখনও ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে রটছে মিথ্যে খবর। আবার কখনও তাঁকে নিয়ে রটেছে মৃত্যুর গুজবও। এ সবের মধ্যেই আরও এক ‘খবর’ ভাইরাল। অরিজিৎ সিং নাকি ঐন্দ্রিলা শর্মার চিকিৎসার জন্য টাকা দিয়েছেন। সত্যিই কি তাই? নাকি মৃত্যুর খবরের মতো এও নেহাতই এক রটনা?
শুক্রবার গভীর রাতে এক পোস্ট করেছেন সব্যসাচী। সেখানে অরিজিৎ সিংয়ের ঐন্দ্রিলাকে অর্থসাহায্য নিয়ে যা যা রটেছে সেই বিষয়ে কিছু কথা লিখেছেন অভিনেতা। পরিস্কার জানিয়েছেন, এখনও পর্যন্ত ঐন্দ্রিলা বা তাঁর পরিবারের তরফে কারও কাছ থেকে অর্থসাহায্য নেওয়া হয়নি। সব্যসাচী লেখেন, “চিকিৎসার খরচ নিয়ে লেখালিখি বন্ধ করা উচিত, পরিবারের সামর্থ্য অনুযায়ীই চিকিৎসা হবে, এখনও অবধি কারও কাছে এক পয়সাও অর্থসাহায্য চাওয়া হয়নি। অথবা কারও থেকে এক পয়সাও গ্রহণ করা হয়নি। তাই এটা নিয়ে লেখা মানে ঐন্দ্রিলাকে অপমান করা। তার পরিবারকে ছোট করা।” এখানেই না থেমে সব্যসাচী আরও লেখেন, “নিজের অপমান গায়ে মাখি না ঠিকই কিন্তু ওর অপমানে আমার গায়ে ফোস্কা পড়ে।” প্রসঙ্গত, অরিজিতের কাছ থেকে সরাসরি অর্থসাহায্য না নিলেও এই কঠিন সময়ে ঐন্দ্রিলা ও তাঁর পরিবারের পাশেই আছেন গায়ক। মানসিক ভাবে বিধ্বস্ত সব্যসাচীকে চিকিৎসা সংক্রান্ত দিশা দেখাচ্ছেন তিনিই। । সব্যসাচী লিখেছেন, “… এত নেগেটিভিটির মাঝে একটা মাত্র মানুষ কিছু তথ্য দিয়ে প্রথম আলোর দিশা দেখায়, যার সঙ্গে সারাদিন নির্দ্বিধায় চিকিৎসা নিয়ে আলোচনা করি,ন তিনি অরিজিৎ সিং।” সূত্র জানাচ্ছে এখনও পর্যন্ত ঐন্দ্রিলার পরিবার অরিজিতের থেকে কোনও টাকা না নিলেও গায়ক কিন্তু সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। দুজনের মধ্যে রয়েছে এক মিলও। অরিজিৎ ও ঐন্দ্রিলা দুজনেই যে মুর্শিদাবাদের মানুষ।
তিন দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। সব্যসাচীই জানিয়েছনে এক সময় অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, কার্যত ‘জবাব’ দিয়ে দেন চিকিৎসকেরাই। তবু হার মানেননি সব্যসাচী। হাসপাতালই এখন তাঁর একমাত্র ঠাই। আছেন সেখানেই, দিন-রাতের হিসেব যেন গুলিয়ে গিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছেন এখনও কোমাতেই আছেন তিনি। রক্তচাপ আগের থেকে একটু উন্নতির দিকে এগলেও অবস্থা এখনও সঙ্কটজনক। যদিও হারতে রাজি নন তিনি। তাঁকে দু’হাত দিয়ে আগলে রয়েছেন প্রেমিক সব্যসাচী।





