AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Artist Forum: অভিনেতার কাজের সুযোগ বাড়াতে নয়া পন্থা আর্টিস্ট ফোরামের

Tollywood: অভিনয় করতে গিয়ে চরম বিড়ম্বনা? পড়তে হয়েছে ভুয়ো প্রতিশ্রুতির মুখে? কার কাছে যাবেন, কী ভাবে আবেদন করেন এ সব নিয়েই ধন্দে যারা তাঁদের জন্য কোমর বেঁধে নামল আর্টিস্ট ফোরাম।

Artist Forum: অভিনেতার কাজের সুযোগ বাড়াতে নয়া পন্থা আর্টিস্ট ফোরামের
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Aug 07, 2022 | 6:58 PM
Share

অভিনয় করতে গিয়ে চরম বিড়ম্বনা? পড়তে হয়েছে ভুয়ো প্রতিশ্রুতির মুখে? কার কাছে যাবেন, কী ভাবে আবেদন করেন এ সব নিয়েই ধন্দে যারা তাঁদের জন্য কোমর বেঁধে নামল আর্টিস্ট ফোরাম। আগামী ১২ অগস্ট ওই সংস্থার জন্মদিন। ২৪ বছর পূর্ণ করবেন তাঁরা। আর সেই উপলক্ষেই দুটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন ফোরাম কমিটি।

এ প্রসঙ্গে টিভিনাইন বাংলাকে সংস্থার সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছেন, ১১ ও ১২ অগস্ট দুটি কর্মসূচী পরিকল্পন করেছে ওই সংস্থা। ১১ অগস্ট অনুষ্ঠিত হবে রাখী বন্ধন উৎসব যেখানে রাখী পাঠানো হবে বিভিন্ন স্টুডিয়োতে। অন্যদিকে ১২ অগস্ট পালিত হবে সেতুবন্ধন উৎসব। কী এই সেতুবন্ধন উৎসব? শান্তিলালের কথায়, “আগে তো টালিগঞ্জে নেমেই বেশ কিছু স্টুডিয়ো ছিল। কিন্তু এখন বারুইপুর থেকে শুরু করে বেশ কিছুটা দূরে দূরে নানা জায়গায় স্টুডিয়ো হয়েছে ফলত যে অভিনেতা বেলঘরিয়া থাকেন তাঁর পক্ষে অতদূরে গিয়ে কাজের জন্য যোগাযোগ করা অসম্ভব হয়ে উঠছে। তাই ওই দিন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চ্যানেল ও বিভিন্ন প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা।” ফোরামের সদস্যরা তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের ছবি ও প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন বলেই মনে করছেন ফোরাম। এ ছাড়াও প্রতিটি শিল্পীকে নিজের ‘ইন্ট্রোডাকশন ভিডিয়ো’ নিয়ে আসার কথাও জানিয়েছে ফোরাম। প্রযোজনা সংস্থা যদি ভবিষ্যতে শিল্পী নির্বাচন করার ক্ষেত্রে এই ইন্ট্রোডাকশন ভিডিয়ো চায় তবে ফোরামের দফতর থেকে তা সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে বলেই জানানো হয়েছে।

তবে সেতুবন্ধন উৎসবের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি যে দেওয়া হচ্ছে না তা স্পষ্ট করেছে ফোরাম। শিল্পীর সঙ্গে প্রযোজনা সংস্থার যোগাযোগের সেতু যাতে আরও পোক্ত হয় সেই কারণেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের আশা অভিনেতাদের হয়রানি, কাজের জন্য মিথ্যে আশ্বাস, দিশেহারা অবস্থা এতে কিছুটা হলেও সামাল দেওয়া যাবে।