সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ আবার সিনেমার পর্দায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে ছবির পরিচালক অরুণ রায় এই খবর সংবাদ মাধ্যমে জানিয়েছেন। এর আগে এই উপন্যাস নিয়ে ছবি পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। অদ্ভুতভাবে ‘অপরাজিত’ ছবিতে সদ্য সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেতা জিতু কামাল। এবার সেই জিতুই অরণ্যের দিনরাত্রি ছবিতে অসীম চরিত্রে অভিনয় করছেন। ঘটনাচক্রে পর পর জিতু জুড়ে গেলেন সত্যজিৎ রায়ের সঙ্গে। ১৯৭০ সালের গল্প ২০২২-এ কতটা দর্শককে যুক্ত করতে পারবে, এই প্রশ্ন মনে আসতেই পারে। এই বিষয়ে পরিচালক জানিয়েছেন, তিনি গল্পের নির্যাস নিয়ে আজকের পরিপ্রেক্ষিতে তৈরি করবেন ছবি। সত্যজিৎ রায়ের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে গৌতম ঘোষ এর আগে তৈরি করেছিলেন ‘আবার অরণ্যে’।
জিতু ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সোহিনী সরকার, অনুষ্কা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায় প্রমুখ। চার বন্ধু অসীম, সঞ্জয়, হরি এবং শেখরের গল্প এটি। কলকাতার বাসিন্দা এই বন্ধুরা ছুটিতে পালামৌ বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে উপন্যাস এগোয়। আজকের জেনারেশন কেমনভাবে ছুটি কাটাবেন, সেটা অরুণ রায়ের সিনেমায় উঠে আসবে।
পালামৌর ফরেস্ট বাংলোতে শুটিং হবে। আবার পুরনো স্মৃতি ফিরে আসবে এই ছবি দিয়ে। ‘হীরালাল’, ‘আট বারো’ ছবির পরিচালক অরুণ রায় এখন ব্যস্ত ‘বাঘাযতীন’ ছবি নিয়ে। সেই ছবিতে বিপ্লবী যতীন মুখোপাধ্যায়ের নাম ভূমিকায় অভিনয় করছেন দেব। স্বাধীনতা দিবসে মোশন পিকচার দিয়ে ছবির ঘোষণা করেছেন দেব। এই ছবি আগামী বছর মুক্তি পাবে। ‘বাঘাযতীন’ ছবির কাজ শেষ করেই পরিচালক অরুণ শুরু করবেন কালজয়ী উপন্যাস থেকে ছবি। ২০২৩ সালে পুজোতে বাঙালি দর্শক আবার পালামৌ-র জঙ্গলে ফিরে যাবেন।