সারাটা দিন চুপ ছিলেন তিনি। স্বামী জিতু কামালের (মামলা দায়ের হলেও বিচ্ছেদ হয়নি) জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি তাঁকে। জিতু যেহেতু নবনীতা দাসের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন, তাই সকলের চোখ ছিল নায়িকার প্রোফাইলে। বাড়ছিল রাত, তা সত্ত্বেও নবনীতার শুভেচ্ছা না আসায় যখন কার্যত হতাশ ভক্তরা, সেই সময়েই এল এক পোস্ট। পোস্ট নয়, বলা ভাল ইনস্টা স্টোরি। জিতুর এক ছবি শেয়ার করে নবনীতা লেখেন, ‘শুভ জন্মদিন’। সঙ্গে দু’টো ইমোজি। জিতু কি দেখেছেন সেই শুভেচ্ছা বার্তা? যদি দেখে থাকেন তাঁর কী প্রতিক্রিয়া? তা জানতে টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে। অভিনেতার দাবি, টিভিনাইন বাংলার কাছ থেকেই প্রথম শুভেচ্ছা জানানোর খবরটা তিনি পান। তিনি কি খুশি? খানিক নির্বিকার থেকেই জিতু বললেন, “আগেও বলেছি এই সব নিয়ে চুপই থাকতে চাই, তাই এবারেও চুপই থাকব।”
জিতু ও নবনীতার সম্পর্ক ঠিক কোন খাতে বইছে এই মুহূর্তে তা নিয়ে কিছুটা ধন্দেই নেটিজেন। নবনীতা সাফ জানিয়ে দিয়েছে, সম্পর্কে থাকতে চান না তিনি। অন্যদিকে জিতু কিন্তু এখনও নবনীতাকে নিয়ে মাঝেমধ্যেই করতে থাকেন একের পর এক পোস্ট। সম্প্রতি স্নেহাল অধিকারীর সঙ্গে নাম জড়িয়েছে নবনীতার। এও রটেছে স্নেহালের সঙ্গেই গোয়ায় এই মুহূর্তে রয়েছেন তিনি। জিতু ঘনিষ্ঠরা জানাচ্ছেন, এই সব খবর সম্পর্কেই ওয়াকিবহাল জিতু। কিন্তু এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চান না তিনি। প্রথম থেকেই বজায় রেখেছেন নীরবতা, আগামী দিনগুলিতেও সেই পথেই হাঁটতে চান তিনি।