Apu Biswas Bangladesh: এতদিন ছিলেন দুর্গা! কলকাতায় এসে জন্মদিনে অপু হলেন ‘কালী’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 11, 2022 | 7:53 PM

Apu Biswas Bangladesh: উৎসবের মরসুমের প্রায় অগ্রভাগই কেন কাটল এপারে?

Apu Biswas Bangladesh: এতদিন ছিলেন দুর্গা! কলকাতায় এসে জন্মদিনে অপু হলেন কালী
জন্মদিনের কেক কাটতে ব্যস্ত অপু। নিজস্ব চিত্র।

Follow Us

প্রীতম দে

এবারের জন্মদিন কাটল কলকাতায়। বাংলাদেশের ব্যস্ততম অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas) কেক কাটলেন কালী প্রতিমার সামনে। উল্টোডাঙায় সনাতন রুদ্র পালের স্টুডিয়োয়। অমিতাভ বচ্চন আর অপু বিশ্বাস— দুজনের জন্মদিন একই দিনে। একজন বাঙালি অন্যজন বাংলার জামাই। এবার অবশ্য অপুর জন্মদিন যে একেবারে অন্যরকম ভাবে পালিত হল তা নিয়ে সন্দেহ নেই। চলতি বছরে দুর্গাপুজো কলকাতাতেই কাটিয়েছেন। ব্র্যান্ড অ্যাম্বাসডর হয়েছেন বেশ কিছু পুজো মণ্ডপের। এবার পালা কালীপুজোর। সেখানেও বাঙালপাড়া জনকল্যাণ সমিতির কালীপুজোর মুখ তিনি। চুলে লাল জবা। পরনে লাল শাড়ি– এটাই তাঁর জন্মদিনের সাজ? হেসে উঠে অপু বললেন, “উৎসবের রং লাল। তাছাড়া আমার নিজের প্রযোজনায় নতুন ছবি ‘লাল শাড়ি’। জন্মদিনে তাই লালটাই পছন্দ করলাম।”

উৎসবের মরসুমের প্রায় অগ্রভাগই কেন কাটল এপারে? টিভিনাইন বাংলাকে অপুর উত্তর, “আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সম্প্রীতির বার্তা দেন, এই বাংলার মুখ্যমন্ত্রীও সেই সম্প্রীতি ও সংস্কৃতিতে বিশ্বাসী। বাংলার উৎসবের সঙ্গে আছি। তাই এঁদের আমন্ত্রণে বিজয়াও করছি। আর সে কারণেই কালীপুজোয় এঁদের পুজোর মুখ হওয়ার ব্যাপারে সম্মত হয়েছি।” একই সুর পুজো কমিটির সম্পাদক শুভঙ্কর দেবের গলাতেও। তাঁর কথায়, “দুই বাংলার দুই দিদি একই রকম সংস্কৃতিতে বিশ্বাসী। সম্প্রীতির সংস্কৃতি। তাই আমাদের কালীপুজোয় সে দেশের জনপ্রিয় অভিনেত্রী অপুদি আমাদের কালীপুজোর মুখ। কালীপুজোর ভাষণেও তিনি যাতে থাকেন, সেই অনুরোধ আমরা করেছি।”

বাংলাদেশে এই মুহূর্তে নতুন করে বিতর্কের মধ্যে অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ এবং সাম্প্রতিক যে খবর নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে তা হল শাকিব-বুবলির সম্পর্ক। কিছু দিন আগেই শাকিব ও তাঁর সন্তানের ছবি প্রকাশ্যে এনেছিলেন বুবলী। এরপর এ নিয়ে চলেছে বিস্তর জলঘোলা। বিতর্কে না চাইতেও সামিল হতে হয়েছে অপুকেও। ঘনঘন মিডিয়ায় প্রশ্নবাণ, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কৌতুহল– সব মিলিয়ে মানসিক ভাবেও কি কিছুটা বিপর্যস্ত নায়িকা?
তাঁকে দেখে অবশ্য তেমন কিছু মনে হয়নি। দিব্যি ছিলেন গোটা দিন। অনেকে মনে করছেন টলিউডই অপুর পরবর্তী গন্তব্য। অন্যদিকে বাংলাদেশে ছবির প্রযোজনাতেও হাত দিয়েছেন অপু। তার প্রথম প্রযোজনা ‘লাল শাড়ি’ সরকারি সাহায্যে তৈরি হচ্ছে। কলকাতা ভ্রমণের পাশাপাশি সেই ছবি নিয়েও মাঝেমধ্যে বলতে শোনা যাচ্ছে তাঁকে। এর আগে পুজোর মুখেই মুক্তি পেয়েছে কলকাতায় তার প্রথম ছবি ‘শর্টকাট’। গায়ক নচিকেতার লেখা ছবিতে বাংলাদেশি মেয়ের ভূমিকাতেই অভিনয় করেছেন অপু। সে ছবি বক্স অফিসে সাফল্য না পেলেও অপু এ দেশে আসায় তাঁকে নিয়ে উন্মাদনা কিছু কম ছিল না। সম্মুখীন হতে হয়েছিল নানা প্রশ্নেরও। কিছুটা ব্যক্তিগত, কিছুটা পেশাগত। সে সব ঠান্ডা মাথাতেই সামাল দিয়েছেন তিনি। জীবনে বিতর্ক যে তাঁর সঙ্গীই বলা চলে….!

 

 

Next Article