বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের দীর্ঘ দিনের বৈবাহিক সম্পর্ক। নানা ঝড় মাথার ওপর দিয়ে বয়ে গেলেও কোথাও গিয়ে যেন বরখা ও ইন্দ্রনীল বিয়েটা আইনমতে টিকিয়ে রাখর চেষ্টা চালিয়ে গিয়েছেন। তাঁদের একটি কন্যা সন্তাও রয়েছে। ২০০৮ সালে মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। বেশ কিছুদিন ধরেই আদালা থাকছেন জুটি। তবে এবার বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটলেন জুটি। বরখা এই প্রসঙ্গে ইটাইমস-কে জানালেন, আইনমতে বিচ্ছেদ শীঘ্রই হয়ে যাবে। এটা তাঁর জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত ছিল। পেয়ার কে দো নাম, ছবির সেটেই আলাপ দুজনের। তারপর থেকেই বাড়ে সম্পর্কের গভীরতা। খুব বেশিদিন সময় নেননি জুটি একে অপরকে মন দিতে। দুই বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। তাবে ২০২১ সাল থেকেই সম্পর্কে দূরত্ব বাড়ে।
যদিও এই বিচ্ছেদের কারণ কী, তা নিয়ে মুখ খুলতে নারাজ তিনি। সাফ বরখা জানান, তিনি সিঙ্গল মাদার। তাঁর কাছে তাঁর সন্তানের অগ্রাধিকার। ভাল ভাল ছবি করছেন এখন। ভাল প্রজেক্ট পেলে টিভিতেও কাজ করতে রাজি আছেন বলে জানান বরখা।
তবে তিনি বিচ্ছেদের প্রসঙ্গে মুখ না খুললেও সিনেপাড়ায় ইন্দ্রনীলের সম্পর্কের জল্পনা তুঙ্গে। ‘তরুলতার ভূত’ নামে এক ছবির সেটেই তিনি নাকি মন দিয়েছেন অভিনেত্রী ইশাকে।
গোপনে চলছে সেই প্রেম, তবে এই খবর নিয়ে কখনই মুখ খোলেননি টলিপাড়ার হটজুটি। তাই সম্পর্কের জেরেই বিচ্ছেদ কি না, তা স্পষ্ট নয়। তবে দুই স্টার যে বর্তমানে আর একে অপরের সঙ্গে থাকবেন না, সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সে কথা স্পষ্ট করে দিলেন বরখা।
বর্তমানে ইন্দ্রনীল টলিপাড়ার নতুন ফেলুদা। সদ্য মুক্তি পাওয়া তাঁর ছবি দর্শকদের মনে বেশ কিছুটা জায়গা করে নিয়েছে। হাতে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। টলিউড থেকে শুরু করে বলিউড, একের পর এক প্রজেক্ট পৌঁচ্ছে যাচ্ছে ইন্দ্রনীলের কাছে। যদিও সব ভালর মাঝে এই বিচ্ছেদের খবর সামনে আসায় মন ভাঙল ভক্তদের।