মঙ্গলবার এল মন খারাপের খবর। ৭৮ বছর বয়সে পুত্র শোক পেলেন প্রবীণ অভিনেতা বরুণ চন্দ। প্রয়াত বরুণ পুত্র অভীক চন্দ। মাত্র ৫১ বছর ব.সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই শোকে ডুবল টলিপাড়া। অভীক চন্দ বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন না কোনওদিন। এক বেসরকারি সংস্থার দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। লেখাপড়ায় বরাবরই তুখর অভীক, বারবার বরুণ চন্দের মুখে সেই প্রশংসা জায়গা করে নিত। তবে হঠাৎই তাঁর কোল খালি করে চলে গেলেন অভীক চন্দ। সূত্রের খবর, ফুসফুসে সংক্রমণের কারণেই মৃত্যু ঘটে তাঁর।
প্রাথমিকভাবে চিকিৎসকেরা ধরতে পারেননি অভীক চন্দের এই সমস্যা। ফলে চিকিৎসায় দেরি হয়ে যায় অনেকটাই। সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে সারা শরীরে। সেখান থেকেই সেপটিসেমিয়া হয়ে মারা যান অভীক। ছেলের অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেতা। এ শোক সহ্য করা বড়ই কঠিন। স্বভাবতই ভেতর থেকে ভেঙে পড়েছেন তিনি। ছেলে অভীক বরাবরই গর্বিত করে এসেছেন বাবাকে। হয়তো প্রাথমিক পর্যায় অসুখ ধরা পড়লে হয়তো তাঁকে এভাবে চলে যেতে হতো না। এই আক্ষেপ হয়তো থেকেই যাবে। তবে এই বয়সে এসে পুত্রশোক সহ্য করা এক কথায় বরই বেদনা দায়ক। অভিনেতা ও তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছেন শুভাকাঙ্খীরা।