Monami Ghosh: দেখতে লাগে ১৬, মনামীর আসল বয়স জানলে চমকে যাবেন! কেন বয়স বাড়ে না তাঁর?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 19, 2023 | 2:54 PM

Monami Ghosh: মনামী ঘোষ, চলচ্চিত্র জগতে এক পরিচিত নাম তিনি। তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। উইকিপিডিয়া জানাচ্ছে প্রায় ৪০ ছুঁইছুঁই নায়িকা। তবু তাঁকে দেখে বোঝার উপায় নেই।

1 / 8
মনামী ঘোষ, চলচ্চিত্র জগতে এক পরিচিত নাম তিনি। তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। উইকিপিডিয়া জানাচ্ছে প্রায় ৪০ ছুঁইছুঁই নায়িকা। তবু তাঁকে দেখে বোঝার উপায় নেই।

মনামী ঘোষ, চলচ্চিত্র জগতে এক পরিচিত নাম তিনি। তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। উইকিপিডিয়া জানাচ্ছে প্রায় ৪০ ছুঁইছুঁই নায়িকা। তবু তাঁকে দেখে বোঝার উপায় নেই।

2 / 8
এতটাই গ্ল্যামারাস তিনি, এতটাই নিজেকে ধরে রেখেছেন এই অভিনেতা। কীভাবে আজও তিনি 'সুইট সিক্সটিন'? কোন রহস্যে তাঁর বয়স বোঝা যায় না? কী খান মনামী?

এতটাই গ্ল্যামারাস তিনি, এতটাই নিজেকে ধরে রেখেছেন এই অভিনেতা। কীভাবে আজও তিনি 'সুইট সিক্সটিন'? কোন রহস্যে তাঁর বয়স বোঝা যায় না? কী খান মনামী?

3 / 8
তাঁর বক্তব্য, "আমার হজমশক্তি দারুণ। তাই আমার ওজন বাড়ে না। আমি চেষ্টা করি খাবারে কার্বোহাইড্রেট না রাখার।"

তাঁর বক্তব্য, "আমার হজমশক্তি দারুণ। তাই আমার ওজন বাড়ে না। আমি চেষ্টা করি খাবারে কার্বোহাইড্রেট না রাখার।"

4 / 8
জিমে যেতে পছন্দ করেন তিনি। এ ছাড়াও নাচ তাঁর দীর্ঘ দিনের সঙ্গী। ওয়ার্কআউট করেন নিয়মিত। আর সে কারণেই নিজেকে রাখেন ফিট।

জিমে যেতে পছন্দ করেন তিনি। এ ছাড়াও নাচ তাঁর দীর্ঘ দিনের সঙ্গী। ওয়ার্কআউট করেন নিয়মিত। আর সে কারণেই নিজেকে রাখেন ফিট।

5 / 8
মনামীর সারাদিনের রুটিন কী? এর আগে টিভিনাইন বাংলার কাছে এই নিয়ে মুখ খুলেছিলেন তিনি।

মনামীর সারাদিনের রুটিন কী? এর আগে টিভিনাইন বাংলার কাছে এই নিয়ে মুখ খুলেছিলেন তিনি।

6 / 8
বলেছিলেন, "সারাদিনের রুটিন তেমন কিছু নয়।এর আগে এক মিউজিক ভিডিয়োর শুটিংয়ের সময় প্রতিদিন জিমে গিয়েছিলাম। জিম থেকেই আমায় একটি ডায়েট দেওয়া হয়েছিল। কোনও কার্বোহাইড্রেট থাকবে না। সেটা দেড়মাস মেনে চলেছি আমি। সকলে পাশে বসে বাগদা-গলদা খেয়েছে, আমি শুধুই প্রোটিন খেয়ে থেকেছি।"

বলেছিলেন, "সারাদিনের রুটিন তেমন কিছু নয়।এর আগে এক মিউজিক ভিডিয়োর শুটিংয়ের সময় প্রতিদিন জিমে গিয়েছিলাম। জিম থেকেই আমায় একটি ডায়েট দেওয়া হয়েছিল। কোনও কার্বোহাইড্রেট থাকবে না। সেটা দেড়মাস মেনে চলেছি আমি। সকলে পাশে বসে বাগদা-গলদা খেয়েছে, আমি শুধুই প্রোটিন খেয়ে থেকেছি।"

7 / 8
তবে বাইরে গেলেও যে তিনি  এই রুটিন অনুসরণ করেন তা কিন্তু নয়। মনামীর কথায়, "যদি কোথাও বেড়াতে যাই, দেখবে একদম ডায়েটের বাইরে বেরিয়ে খাই। সেখানকার লোকাল খাবার খাই, ছুটির দিনে মায়ের হাতের বিরিয়ানি চাই-ই চাই। বা বিভিন্ন অনুষ্ঠানে মনে ভরে খাওয়া, সবই করি আমি।"

তবে বাইরে গেলেও যে তিনি এই রুটিন অনুসরণ করেন তা কিন্তু নয়। মনামীর কথায়, "যদি কোথাও বেড়াতে যাই, দেখবে একদম ডায়েটের বাইরে বেরিয়ে খাই। সেখানকার লোকাল খাবার খাই, ছুটির দিনে মায়ের হাতের বিরিয়ানি চাই-ই চাই। বা বিভিন্ন অনুষ্ঠানে মনে ভরে খাওয়া, সবই করি আমি।"

8 / 8
তবে দিনের শেষে খুশি থাকাটাই আসল। নিজেকে খুশি রাখার চেষ্টা চালিয়ে যান অভিনেত্রী। নেতিবাচকতাকে পাত্তা দেন না। আর সেটাই তাঁর ফরএভার ইয়ং থাকার সবচেয়ে বড় রহস্য।

তবে দিনের শেষে খুশি থাকাটাই আসল। নিজেকে খুশি রাখার চেষ্টা চালিয়ে যান অভিনেত্রী। নেতিবাচকতাকে পাত্তা দেন না। আর সেটাই তাঁর ফরএভার ইয়ং থাকার সবচেয়ে বড় রহস্য।

Next Photo Gallery