দেব অভিনীত পরবর্তী ছবির নাম ‘বাঘাযতীন’। ‘প্রজাপতি’র সাফল্যের পর অভিনেতার পরবর্তী ছবি হইচই ফেলে দিয়েছে দর্শকমনে। ‘বাঘাযতীন’ মুক্তি পাচ্ছে ২০২৩ সালের পুজোতে। খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেব লিখেছিলেন, “অজস্র কঠিন লড়াইয়ের পর দু’শো বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা। তাঁদের মধ্যে এক অন্যতম সংগ্রামী বাঘাযতীনের গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।”
প্রজাতন্ত্র দিবসের দিন প্রকাশ্যে এনেছিলেন সেই ছবির পোস্টারও। সেই ছবিতে নতুন লুকে দেখা যায় দেবকে। সাধুর বেশে অভিনেতা, ভুসি মাখা মুখ, একগাল দাড়ি, কপালে লাল-হলুদ টিকা। এমন লুকে কেউ কোনওদিনও দেবকে দেখেননি। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে যায় ছবির শুটিং। বর্তমানে সেই ছবির কাজেই ব্যস্ত রয়েছেন অভিনেতা দেব। ওড়িশাতে চলছে শুটিং। সেখানেই কাজের মাঝে রঙিন হয়ে নিলেন অভিনেতা। তবে ছবি শেয়ার করতেই এ কী! চোখে ব্যান্ডেজ! যদিও আহত বা আঘাতের কথা নিজে কিছুই জানাননি দেব। কেবল দোলের শুভেচ্ছা জানাতেই উপস্থিত হয়েছিলেন গোটা টিমকে নিয়ে। তাতেই সকলের নজরে আসে দেবের চোখে আঘাতের বিষয়। মুহূর্তে ভক্তদের মধ্যে দেখা যায় উদ্বেগ।
‘বাঘাযতীন’ বায়োপিকটির পরিচালক অরুণ রায়। এর আগে তিনি দর্শককে উপহার দিয়েছেন ‘এগারো’, ‘হিরালাল’, ‘৮/১২’র মতো ছবি। দেবকে বাঘাযতীনের লুক টেস্টে দেখে অভিভূত হয়েছিলেন তিনি। স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীনের আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরাধীন ভারতবর্ষের ব্রাহ্মণ ঘরের এই সন্তান একা হাতে একটি বাঘকে পরাস্ত করেছিলেন। সেই থেকে তাঁর নাম হয় বাঘাযতীন। পরবর্তীকালে তিনিই হয়ে ওঠেন অত্যাচারী ব্রিটিশ শাসকের ত্রাশ। দেবের কাছে চ্যালেঞ্জ রয়েছে ভরপুর। দর্শকের কাছে রয়েছে প্রত্যাশা। এই ছবির কাজ শেষ করেই দুর্গ রহস্য অর্থাৎ ব্যোমকেশ ছবিতে হাত দিতে চলেছেন দেব।