Sudipa Chatterjee: ডেঙ্গি নয়, স্বামী অগ্নিদেব হাসপাতালে ভর্তি অন্য কারণে; জানালেন সুদীপা চট্টোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 23, 2023 | 9:51 PM

Agnidev Chatterjee: সুদীপার স্বামী নাকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁর নাকি ডেঙ্গি হয়েছে। এমন একটি মিথ্যা খবর বেশ উদ্বিগ্ন করেছে অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্য়ায়কে। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আসল ঘটনা।

Sudipa Chatterjee: ডেঙ্গি নয়, স্বামী অগ্নিদেব হাসপাতালে ভর্তি অন্য কারণে; জানালেন সুদীপা চট্টোপাধ্যায়
অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়।

Follow Us

টলিপাড়ায় খবর রটে গুরুতর অসুস্থ বাংলা ছবির পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। তাঁর নাকি ডেঙ্গি হয়েছে। তারপর থেকেই পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেন তাঁর অনুরাগীরা। এই ঘটনার পর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন তাঁর স্ত্রী অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তাতে তিনি সাফ জানিয়ে দেন, ডেঙ্গি হয়নি পরিচালকের। সোশ্যাল মিডিয়া পোস্টে সুদীপা লিখেছেন, “আমার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্য়ায় ডেঙ্গিতে আক্রান্ত হননি। তবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল তাঁর অ্যাঞ্জিওগ্রাম আছে। আপনারা পাশে থেকেছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আমার স্বামীর জন্য আপনারা প্রার্থনা করবেন।”

এই মুহূর্তে দেশজুড়ে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গিতে। শহরে-গ্রামে সর্বত্র ডেঙ্গি মশার কামড়ে কাহিল মানুষ। তার উপর বিখ্যাতদের আক্রান্তের খবরও পাওয়া যাচ্ছে। মিলছে মৃত্যু সংবাদও। কিছুদিন আগেই জানা যায়, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোনের। তার মধ্যেই রটছে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ভুয়ো খবরও। কিছুদিন আগে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর অসুস্থতার খবর পাওয়া যায়। তিনি কেবলই জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তাঁরও ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবরটি যে মিথ্যে, তা জানিয়েছেন রুক্মিণী স্বয়ং।

অনেকগুলো বছর ধরে বাংলা ভাষায় ছবি তৈরি করছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। তাঁর পরিচালনাতেই তৈরি হয়েছে ‘ডার্ক চকোলেট’, ‘চারুলতা ২০১১’, ‘মিসেস সেন’, ‘তিন কন্যা’র মতো ছবি। ১৯৮৭ সালে ‘চৌধুরী ফার্মাসুটিক্যালস’ ধারাবাহিক পরিচালনার কাজ দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন।

Next Article