Kaushik-Churni: ৩০ বছর আগে এক স্কুল টিচারের কাছে আত্মসমর্পণ করেছিলেন চূর্ণী; তিনি কে?

Tollywood Marriage Anniversary: ১৬ই জানুয়ারি বিয়ে করেন তাঁরা। ঠিক ৩০ বছর আগে। আজকের এই শুভদিনে ফেসবুকে চূর্ণী জানিয়েছেন, এক স্কুল টিচারের কাছে আত্মসমর্পণ করেছিলেন চূর্ণী।

Kaushik-Churni: ৩০ বছর আগে এক স্কুল টিচারের কাছে আত্মসমর্পণ করেছিলেন চূর্ণী; তিনি কে?
কৌশিক গঙ্গোপাধ্যায়।

| Edited By: Sneha Sengupta

Jan 16, 2023 | 9:03 PM

একজন ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। অন্যজন একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জুনিয়র। এই দুই ব্যক্তির মধ্যে প্রেম, একে-অপরের প্রতি সমর্পণ এবং শেষমেশ মধুরেণ সমাপয়েৎ ঘটে আজ থেকে ঠিক ৩০ বছর আগে। সাত পাকে বাঁধা পড়েন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক, অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। ১৬ই জানুয়ারি বিয়ে করেন তাঁরা। ঠিক ৩০ বছর আগে। আজকের এই শুভদিনে ফেসবুকে চূর্ণী জানিয়েছেন, এক স্কুল টিচারের কাছে আত্মসমর্পণ করেছিলেন চূর্ণী।

বিয়ের ছবি শেয়ার করে চূর্ণী লিখেছেন, “৩০ বছর আগের ঘটনা। অজানা এক জীবনে আত্মসমর্পণ করেছিলাম। ও একজন স্কুলের মাস্টারমশাই ছিল। আমি সবে আমার মাস্টার্স শেষ করেছিলাম মাত্র। তারপর এল নতুন বাড়ি। সিনেমার জগৎ এবং মূল্যবান ছোট্ট একটি জীবন, যাঁর নাম উজান।”

অন্যদিকে কৌশিকও শেয়ার করেন বিয়ের এবং বর্তমানের কিছু ছবি। তাতে লিখেছেন, “যজ্ঞ থেকে যোগ্য হয়ে ওঠার ৩০ বছর পূর্ণ হল আজ। আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই।”

তাঁদের একমাত্র পুত্র উজান লিখেছেন, “আমরা আমরা। বিবাহবার্ষিকীর ৩০ বছর পূর্ণ হল চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়।”

জানুয়ারি মাসের ২০ তারিখ মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’ রহস্য ছবিটি। ১৯৭০ সালের উত্তাল কলকাতার প্রেক্ষাপটে তৈরি ছবি। অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রয়েছেন চূর্ণীও।