Dev: ‘আশা করব…’, আট বছর পর দেবের সঙ্গে জুটি বেঁধে কী বললেন বিরসা?

Viral Post:

Dev: আশা করব..., আট বছর পর দেবের সঙ্গে জুটি বেঁধে কী বললেন বিরসা?

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 13, 2023 | 2:39 PM

আট বছর পর বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিরসা দাশগুপ্ত ও দেব। ‘শুধু তোমারই জন্য’ ছবি থেকে শুরু হয়েছিল তাঁদের সফর। সেই ছবি রাতারাতি হিট হয়ে যায় টলিপাড়ায়। দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী, এই চার জুটির সম্পর্কের এক সুন্দর গল্প বলেছিলেন পরিচালক বিরসা। পর্দায় যা রাতারাতি হিট হয়। ছবির সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে গান, প্রতিটা ক্ষেত্রেই চমক রেখে গিয়েছিলেন পরিচালক। এবার ৮ বছর পর তিনি ব্যোমকেশ করছেন দেবের সঙ্গে। এই প্রথম কোনও সাহিত্যনির্ভর গোয়েন্দা গল্পের চরিত্রে অভিনয় করছেন দেন।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে ব্যোমকেশ লুক, ছবিতে সত্যবতী রুক্মিণী মৈত্র। সকলের লুক সামনে আসতেই বেজায় মুগ্ধ ভক্তরা ।  ছবির কাজ প্রায় শেষের পথে, এখন কবে ছবির টিজার মুক্তি পাবে, তাঁর অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা। এমনই সময় এক আবেগঘন পোস্ট করলেন  বিরসা দাশগুপ্ত। আট বছর আগের স্মৃতি উস্কে লিখলেন, শুধু তোমারই জন্য’র ৮ বছর পার, অবশেষে আবার আমরা একসঙ্গে। ব্যোমকেশ ও দুর্গরহস্য, আশা করব শুধু তোমারই জন্য যতটা আনন্দ দিয়েছে আপনাদের এই ছবিও ঠিক ততটাই আনন্দ দেবে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দুই অধ্যায়ের দুই ছবি। শুধু তোমারই জন্য ছবি থেকে একটি ফ্রেম শেয়ার করে স্মৃতিতে ভাসলেন পরিচালক।

দেব ও বিরসার সমীকরণ অতীতের পর্দায় যেভাবে জনপ্রিয় হয়েছে, এবারও ছবি যেন সেভাবেই হিট হয়, এমনই আশা রাখছেন পরিচালক। তিনি চেষ্টাও করছেন নিজের সেরাটা দেওয়ার। বারবার বিভিন্ন সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি। অন্যদিকে দেব এই চরিত্রের জন্য নিজেকে যে কতটা ভেঙে গড়েছেন, তার প্রমাণ মিলেছে তাঁর লুকেই। এখন দেখার অভিনয়ের দাপটে দেব ব্যোমকেশ হিসেবে দর্শক মনে কতটা জায়গা তৈরি করে নিতে পারে। আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ চট্টোপাধ্যায় প্রত্যেকেই অতীতে ব্যোমকেশ রূপে নজর কেড়েছেন। এবার দেব এই তালিকায় নাম লিখিয়ে কতটা মনোরঞ্জন করতে পারেন, বা দর্শক হলে টানতে পারেন এখন তাই দেখার।