তিনি গত হয়েছেন ২০১৯ সালের ১৯ নভেম্বর। যকৃতে কর্কটরোগ বাসা বেঁধেছিল তাঁর। কিন্তু মৃত্যুর কয়েক বছর আগে একটি গুরুতর অভিযোগ তুলেছিলেন বলিউড অভিনেতা অনুপম খেরের বিরুদ্ধে। এবং সেই অভিযোগের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে ছিল ঋতুপর্ণ ঘোষের একটি ছবি। রিতাকে মিথ্যাচার করতে বলেছিলেন অনুপম এবং তাঁকে রীতিমতো শাসিয়েছিলেন। বলেছিলেন, কেরিয়ার ধ্বংস করে দেবেন। মুম্বইয়ে ঢুকতে দেবেন না। কলকাতাতেও কীভাবে কাজ পান, সেটাও নাকি আটকে দেবেন। এমনই গুরুতর অভিযোগ রিতা এনেছিলেন অনুপমের বিরুদ্ধে এবং মনের এই গোপন আক্ষেপের কথা তিনি শেয়ার করেছিলেন একটি জনপ্রিয় টক শোতে এসে।
রিতার অভিযোগের কেন্দ্রে ছিল ঋতুপর্ণ ঘোষের ছবি ‘বাড়িওয়ালি’ এবং অভিনেত্রী কিরণ খের। ছবির অন্যতম প্রযোজক ছিলেন অনুপম খের। ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন কিরণ। তাঁর গলার ডাবিং করছিলেন রিতাই। জাতীয় পুরস্কার অনুষ্ঠিত হওয়ার আগে রিতা জানতে পারেন তাঁর নাম ডাবিং আর্টিস্ট হিসেবে যায়নি। তা নিয়ে তিনি বিচলিতও ছিলেন না খুব একটা। কিন্তু যখন জানতে পারেন, নিজের সেই পরিচয় জানালে তিনিও পেতে পারেন জাতীয় পুরস্কার, তখন বলেছিলেন সত্যিটা। এর জন্য মুম্বই থেকে তাঁকে শাসিয়েছিলেন অনুপম খের।
তিনি রিতাকে ফোনে শাসিয়ে বলেছিলেন, “তুমি ‘বাড়িওয়ালি’র জন্য যে টাকা ডাবিং করে পেয়েছ, সেটা আসল টাকা নয়। তোমার জন্য আরও অনেক টাকা নির্ধারণ করা আছে। কিন্তু তুমি বলতে পারবে না কিরণের ডাবিং তুমি করেছ। আর যদি তুমি সেটা না করো, তোমাকে মুম্বইয়ে ঢুকতে দেব না। কলকাতাতেও তুমি কীভাবে কাজ পাও, তা আমি দেখে নেব।” এই দুঃখ রিতা শেয়ার করেছিলেন এবং অনুপম খেরের ব্যক্তিত্বের এক কালো দিক তুলে ধরেছিলেন সকলের সামনে। পরবর্তীকালে অবশ্য ঋতুপর্ণ ঘোষ নানা জায়গায় এই বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশও করেছিলেন।
কেন এমনটা করেছিলেন অনুপম?
আসলে, ‘বাড়িওয়ালি’র চরিত্রটার জন্য কিরণ জাতীয় পুরস্কার পেতেন না, যদি সামনে আসত তাঁর কণ্ঠ অন্য কোনও অভিনেত্রীর। তাই রিতার দাবি অনুযায়ী, নিজের স্ত্রীকে এই সম্মান পাইয়ে দেওয়ার জন্য এমন ছল করেছিলেন অনুপম।