Bonny Sengupta: জন্মদিনে প্রেমিক বনিকে ‘স্টার’ বলে সম্বোধন করতেই বিপত্তি, কৌশানির সঙ্গে কী ঘটল?
Trolling: যদিও দুর্নীতি-কাণ্ডে নাম জড়ানোর পর অনেকটা সময় কেটে গিয়েছে। তবে প্রায়শই স্যোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে।

বনি সেনগুপ্তের জন্মদিন বলে কথা। আর সেখানে কৌশানি মুখোপাধ্যায়ের বিশেষ শুভেচ্ছা থাকবে না তা কি হয়? বোল্ড লুকে পোজ় দিয়ে বনির সঙ্গে ছবি শেয়ার করলেন কৌশানি, সঙ্গে লিখলেন এক দীর্ঘ পোস্ট। লিখলেন, শুভ জন্মদিন, আমার জীবনে এটা সেরা পাওয়া। শব্দে বোঝাতে পারব না তুমি আমার জন্য ঠিক কতটা? আমি তোমার উপস্থিতি সারা জীবন ধরে সেলিব্রেট করতে চাই। শুভ জন্মদিন স্টার। ব্যস, এই স্টার শব্দেই সমস্যা, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল এই কমেন্ট। যা দেখা মাত্রই নেটিজ়েনদের একটাই মত, বনি সেনগুপ্ত স্টার?
সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে বনি সেনগুপ্তর নামে। তা নিয়েই এবার কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়। বনি সেনগুপ্তকে নিয়ে চর্চা তুঙ্গে। তবে কৌশানির স্টার মন্তব্যের উল্লেখ করে বনি সেনগুপ্তকে আক্রমণ নেটিজ়েনদের। ব্যঙ্গ করে লিখলেন সকলে, লিডিং হিরো? যদিও কটাক্ষ নিয়ে কখনই মুখ খোলেন না কৌশানি। বরং তাঁর ভক্তদের নজরে যা এল তা হল বনি সেনগুপ্তের উপস্থিতি।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ভালবাসা জাহির করলেন বনি সেনগুপ্ত। প্রেমিকার উদ্দেশে লিখলেন, অনেক ভালবাসা। বনি সেনগুপ্ত ও কৌশানি টলিপাড়া অন্যতম জুটি। একসঙ্গে তাঁরা একাধিক ছবি করেছেন। তবে সম্প্রতিতে দুর্নীতিতে বনি সেনগুপ্তর নাম উঠে আসার পর থেকেই সবটা যেন পাল্টে যেতে থাকে।
যদিও দুর্নীতি-কাণ্ডে নাম জড়ানোর পর অনেকটা সময় কেটে গিয়েছে। তবে প্রায়শই স্যোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে। কিছুতেই যেন ট্রোলিংয়ের হাত থেকে রেহাই পাচ্ছেন না অভিনেতা বনি সেনগুপ্ত। যদিও সামাজিক মাধ্যমের এই ট্রেন্ডকে আমল দিতে একেবারেই নারাজ এই টলিউড অভিনেতা। তৃণমূলের এক নেতার থেকে টাকা নিয়ে গাড়ি কেনার ঘটনায় জড়িত সন্দেহে বনিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। সেই জিজ্ঞাসাবাদের পর টাকা ফেরত করে দেন অভিনেতা। সেই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ট্রোল্ড হতে হয় বনিকে। এবারও সেই সূত্রেই কটাক্ষের শিকার হলেন তিনি।
View this post on Instagram





