গরুপাচার কাণ্ডে সিবিআই দফতরে হাজির দেব। এই মামলায় সাক্ষী হিসাবে গত সপ্তাহেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ নিজাম প্যালেসের সামনে এসে দাঁড়ায় সুপারস্টার দেবের গাড়ি। পরণে আকাশী শার্ট, ফরমাল ট্রাউজার, বাঁ হাতে ধরা হলুদ রঙের শীত পোশাক।
টানা পাঁচ ঘণ্টা ধরে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় দেবকে।
সিবিআই-জিজ্ঞাসাবাদ পর্ব সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দেব। জানান, এনামুল হককে তিনি চিনতেন না।
এমনকী গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে টাকা বা অন্যান্য কোনও উপহার নেওয়ার কথা ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ দেব।
গত মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দেন দেব। নিজস্ব চিত্র।