Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভ্যাকসিন প্রচারের হোর্ডিংয়ে মোদীর পাশে অভিনেত্রী দীপান্বিতা নাথ! অভিযোগ, “অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল”

Tv9 বাংলার পক্ষ থেকে বিজেপির একাধিক নেতার সঙ্গে দীপান্বিতার গোটা বিষয়টির প্রসঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কেউই এ বিষয়ে কোনও মুখ খোলেননি।

ভ্যাকসিন প্রচারের হোর্ডিংয়ে মোদীর পাশে অভিনেত্রী দীপান্বিতা নাথ! অভিযোগ, “অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল”
দীপান্বিতা নাথ ও বিজ্ঞাপন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2021 | 6:11 PM

‘জয় বাবা লোকনাথ’-এর ‘বেনির মা’ কিংবা ‘প্রথম প্রতিশ্রুতি’র শুভদ্রা নামে তাঁকে চেনে দর্শক। টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল থেকে ওয়েব সিরিজের মুখ হয়ে উঠেছেন দীপান্বিতা নাথ।দিন কয়েক ধরে অভিনেত্রীর বেশ কিছু বন্ধুরা তাঁকে হোর্ডিং থেকে ব্যানারের ছবি ফরওয়ার্ড করে চলেছেন তাঁকে। এই সব ব্যানার-হোর্ডিংয়ের ছবি কোনওভাবে তাঁর কাজ সম্পর্কিত নয়।

হোর্ডিং ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে রয়েছে দীপান্বিতার মুখ! কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিনেশন প্রকল্প—‘ভ্যাকসিনস ফর অল, ফ্রি ফর অল’-এর প্রচারের মুখ হয়ে উঠেছেন দীপান্বিতা। ফোনে তাঁকে ধরা হলে দীপান্বিতা বলেন, “আমি একজন শিল্পী এবং আমার কাজের জন্য পারিশ্রমিক পাই। আমার একটা ফেস ভ্যালু রয়েছে। আমার ছবি ব্যবহার এহং তা আমার অনুমতি ছাড়া, এটা কি উচিৎ? আমার খারাপ লাগছে ঠিক এখানে। কোভিড পরিস্থিতিতে ফ্রিতে দেশবাসীকে ভ্যাক্সিন দেওয়া অবশই খুব প্রয়োজনীয় উদ্যোগ কিন্তু তার প্রচারে যাঁদের ছবি ব্যবহার হচ্ছে তাঁদের অনুমতি নেওয়া তো প্রয়োজন।”

 

 

ফেসবুক ওয়ালে এক দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী। হোর্ডিংয়ের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমি দীপান্বিতা নাথ ,গত কিছুদিন ধরে আমার কিছু শুভাকাঙ্খী আমার নজরে বেশ কিছু ব্যানার ,পোস্টার নিয়ে এসেছেন যেখানে ফ্রি ভ্যাক্সিনের প্রচারণায় আমার ছবি ব্যবহৃত হয়েছে। বিভিন্ন মহল থেকে আমার কাছে রাজনৈতিক প্রশ্ন করা হচ্ছে যা আমার জন্য অস্বস্তিজনক। বলার কোনো অপেক্ষা রাখেনা যে নিঃসন্দেহে দেশবাসীকে বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়া খুবই মহৎ উদ্যোগ কিন্তু যাদের ছবি ব্যবহার করা হচ্ছে তাদের অনুমতি নেওয়ার প্রয়োজন। অভিনেত্রী হিসেবে নিজের চেহারা বিজ্ঞাপিত হওয়ার জন্য যে পারিশ্রমিক নিয়ে থাকি সেটাও আমি পাইনি সর্বপরি আমাকে জানানো হয়নি এমন কোনো বিজ্ঞাপনের বিষয়ে। জনসংযোগ আধিকারিকদের কাছে আমার বিনম্র নিবেদন দয়া করে খেয়াল রাখবেন এই বিষয়গুলো যাতে অভিনেত্রীরা বা সাধারণ মানুষরা সমস্যায় না পড়েন।”

Tv9 বাংলার পক্ষ থেকে বিজেপির একাধিক নেতার সঙ্গে দীপান্বিতার গোটা বিষয়টির প্রসঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কেউই এ বিষয়ে কোনও মুখ খোলেননি।

 

আরও পড়ুন Ranveer Singh Gucci photoshoot: গুচির ফটোশুটে রণবীর! অভিনেতার আউটফিটের দাম জানলে অবাক হবেন!