বাংলার সব থেকে বড় চাঁদের হাট, সবথেকে বড় অ্য়াওয়ার্ড শোয়ের মঞ্চে হাজির হয়েছিলেন টলিপাড়ার (Tollywood) সব নক্ষত্ররা। একরাশ তারাদের উপস্থিতিতে জমে উঠেছিল এই আসর। শহরের পাঁচতারা হোটেলে, এক ছাদের তলায় জমে উঠেছিল বর্ষার এক সন্ধে। শিল্পীদের তাঁদের কাজের জন্য সম্নান জানিয়েছে TV9 বাংলা। সেরার সেরাদের বাছাই করে নেওয়া হয়েছে। ওটিটি (OTT)থেকে টেলিভিশন (Televison), বাদ পড়েনি কেউ-ই। TV9 বাংলার এই প্রয়াসে সামিল হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। অ্যাওয়ার্ড শো-এর রেড কার্পেটে দাঁড়িয়ে কী বললেন সোহম?
বাংলা ছবি ‘ছোট বউ’-এর সেই ছোট্ট ছেলেটাকে কে না মনে রেখছেন। সেই বিখ্যাত সংলাপ “মা একটু হরলিক্স দেবে, চেটে-চেটে খাব” আজও দর্শকদের মনে রয়ে গিয়েছে। সেই ছোট্ট ছেলে আজ আর ছোট্টটি নেই। সে এখন একজন পরিণত অভিনেতা এবং সেই সঙ্গেই শাসক দলের বিধায়ক। কেরিয়ার ও রাজনীতি, সমানতালে সামলে চলেছেন সোহম। এবার TV9 বাংলার ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে এসে, এই উদ্যোগকে বড় পদক্ষেপ বলে স্বীকৃতি দিলেন তিনি।
রেডকার্পেটে দাঁড়িয়ে সোহম বলেন, “এখানে আসতে পেরে খুব খুশি। আপনারা যে আমায় এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেটাই অনেক। আর অবশ্য়ই শিল্পীদের উৎসাহ দেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এতটা উদ্যোগ।” শুধু তাই-ই নয়, শেষে আরও যোগ করেন, “এখানে স্বীকৃতির পাশাপাশি, শিল্পীরা আরও ভাল কাজ করার শক্তি ও উৎসাহ পাবে আগামী দিনে আরও ভাল কাজ করার। এরকম একটা অ্যাওয়ার্ড তাঁদের কাজে আরও একটা পদকল লাগিয়ে দেয়। “
বাংলার সব থেকে বড় চাঁদের হাট, সবথেকে বড় অ্য়াওয়ার্ড শোয়ের মঞ্চে হাজির হয়েছিলেন টলিপাড়ার (Tollywood) সব নক্ষত্ররা। একরাশ তারাদের উপস্থিতিতে জমে উঠেছিল এই আসর। শহরের পাঁচতারা হোটেলে, এক ছাদের তলায় জমে উঠেছিল বর্ষার এক সন্ধে। শিল্পীদের তাঁদের কাজের জন্য সম্নান জানিয়েছে TV9 বাংলা। সেরার সেরাদের বাছাই করে নেওয়া হয়েছে। ওটিটি (OTT)থেকে টেলিভিশন (Televison), বাদ পড়েনি কেউ-ই। TV9 বাংলার এই প্রয়াসে সামিল হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। অ্যাওয়ার্ড শো-এর রেড কার্পেটে দাঁড়িয়ে কী বললেন সোহম?
বাংলা ছবি ‘ছোট বউ’-এর সেই ছোট্ট ছেলেটাকে কে না মনে রেখছেন। সেই বিখ্যাত সংলাপ “মা একটু হরলিক্স দেবে, চেটে-চেটে খাব” আজও দর্শকদের মনে রয়ে গিয়েছে। সেই ছোট্ট ছেলে আজ আর ছোট্টটি নেই। সে এখন একজন পরিণত অভিনেতা এবং সেই সঙ্গেই শাসক দলের বিধায়ক। কেরিয়ার ও রাজনীতি, সমানতালে সামলে চলেছেন সোহম। এবার TV9 বাংলার ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে এসে, এই উদ্যোগকে বড় পদক্ষেপ বলে স্বীকৃতি দিলেন তিনি।
রেডকার্পেটে দাঁড়িয়ে সোহম বলেন, “এখানে আসতে পেরে খুব খুশি। আপনারা যে আমায় এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেটাই অনেক। আর অবশ্য়ই শিল্পীদের উৎসাহ দেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এতটা উদ্যোগ।” শুধু তাই-ই নয়, শেষে আরও যোগ করেন, “এখানে স্বীকৃতির পাশাপাশি, শিল্পীরা আরও ভাল কাজ করার শক্তি ও উৎসাহ পাবে আগামী দিনে আরও ভাল কাজ করার। এরকম একটা অ্যাওয়ার্ড তাঁদের কাজে আরও একটা পদকল লাগিয়ে দেয়। “