Ghorer Bioscope Award 2023: ‘আমি আশাবাদী, এই পুরস্কার ওঁদের অনেকটা দায়িত্ব বাড়াবে’ নতুনদের স্বাগত জানাতে ভুললেন না বুম্বাদা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 27, 2023 | 3:08 PM

Prasenjeet Chatterjee: তিনি নিজেই ইন্ডাস্ট্রি', পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবির এই সংলাপই বোধ হয় যথাযথ তাঁর জন্য। তাঁর নামেই একডাকে টলিউডকে চেনে গোটা বিশ্ব। ছেলেবেলায় অভিনয়ে হাতে খড়ি। সেই ছোট্টবেলা থেকেই দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি।

Follow Us

এ এক চাঁদের হাট। শহরের বুকে পাঁচতারা হোটেলে বসেছিল TV9 বাংলার ঘরের বায়োস্কোপের আসর। হাজির ছিলেন বিনোদন (Tollywood Industry) জগতের নক্ষত্ররা। ওটিটি ও টেলিভিশন জগতের যোগ্যদের সম্মান জানানোর উদ্যোগ নিয়েছিলাম আমরা। সকলের মাঝে পাওয়া গিয়েছিল কিংবদন্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও (Prasenjeet Chatterjee)। TV9 বাংলার এই প্রথম প্রয়াসে সামিল হয়ে কী বলছেন সকলের প্রিয় বুম্বাদা?

‘তিনি নিজেই ইন্ডাস্ট্রি’, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবির এই সংলাপই বোধ হয় যথাযথ তাঁর জন্য। তাঁর নামেই একডাকে টলিউডকে চেনে গোটা বিশ্ব। ছেলেবেলায় অভিনয়ে হাতে খড়ি। সেই ছোট্টবেলা থেকেই দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি। তাঁর পরিণত অভিনয় মুগ্ধ করে দর্শককে।  বর্তমানে শুধু বড় পর্দাতেই থেমে নেই তিনি। পাশাপাশি পাড়ি জমিয়েছেন ওটিটি সাম্রাজ্যেও। সম্প্রতি প্রসেনজিৎ অভিনীত হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’, দর্শক মনে জায়গা করে নিয়েছে। শ্রীকান্তর চরিত্রে নতুনভাবে ধরা দিয়েছেন প্রসেনজিৎ। এবার TV9 বাংলার এই অ্যাওয়ার্ড শোয়ে এসে বললেন, “নতুন প্রজন্মের পরিচালকদের উৎসাহিত করবে এই পুরস্কার।”

শুধু তাই নয়, TV9 বাংলার এই উদ্যোগকে কুর্ণিশ জানাতে ভোলেননি বুম্বাদা। তাঁর কথায়, “আগে একটাই প্ল্যাটফর্ম ছিল। অর্থাৎ একটাই স্ক্রিন ছিল, সেটা হল বড় পর্দা। এখন অনেক স্ক্রিন হয়ে গিয়েছে। কম্পিউটার, ল্যাপটপ থেকে মোবাইল। তাই এই নতুন প্রজন্মের যে উদ্যোগ,যা মূসত টিলিভিশন এবং ওটিটি ঘিরে, যেখানে প্রচুর নতুন মুখ, নতুন প্রতিভা, নতুন পরিচালকরা কাজ করছেন, আমি আশাবাদী যে এই পুরস্কার ওঁদের অনেকটা দায়িত্ব বাড়াবে। এই পুরস্কারটা সত্যিই গুরুত্বপূর্ণ। ”

এ এক চাঁদের হাট। শহরের বুকে পাঁচতারা হোটেলে বসেছিল TV9 বাংলার ঘরের বায়োস্কোপের আসর। হাজির ছিলেন বিনোদন (Tollywood Industry) জগতের নক্ষত্ররা। ওটিটি ও টেলিভিশন জগতের যোগ্যদের সম্মান জানানোর উদ্যোগ নিয়েছিলাম আমরা। সকলের মাঝে পাওয়া গিয়েছিল কিংবদন্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও (Prasenjeet Chatterjee)। TV9 বাংলার এই প্রথম প্রয়াসে সামিল হয়ে কী বলছেন সকলের প্রিয় বুম্বাদা?

‘তিনি নিজেই ইন্ডাস্ট্রি’, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবির এই সংলাপই বোধ হয় যথাযথ তাঁর জন্য। তাঁর নামেই একডাকে টলিউডকে চেনে গোটা বিশ্ব। ছেলেবেলায় অভিনয়ে হাতে খড়ি। সেই ছোট্টবেলা থেকেই দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি। তাঁর পরিণত অভিনয় মুগ্ধ করে দর্শককে।  বর্তমানে শুধু বড় পর্দাতেই থেমে নেই তিনি। পাশাপাশি পাড়ি জমিয়েছেন ওটিটি সাম্রাজ্যেও। সম্প্রতি প্রসেনজিৎ অভিনীত হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’, দর্শক মনে জায়গা করে নিয়েছে। শ্রীকান্তর চরিত্রে নতুনভাবে ধরা দিয়েছেন প্রসেনজিৎ। এবার TV9 বাংলার এই অ্যাওয়ার্ড শোয়ে এসে বললেন, “নতুন প্রজন্মের পরিচালকদের উৎসাহিত করবে এই পুরস্কার।”

শুধু তাই নয়, TV9 বাংলার এই উদ্যোগকে কুর্ণিশ জানাতে ভোলেননি বুম্বাদা। তাঁর কথায়, “আগে একটাই প্ল্যাটফর্ম ছিল। অর্থাৎ একটাই স্ক্রিন ছিল, সেটা হল বড় পর্দা। এখন অনেক স্ক্রিন হয়ে গিয়েছে। কম্পিউটার, ল্যাপটপ থেকে মোবাইল। তাই এই নতুন প্রজন্মের যে উদ্যোগ,যা মূসত টিলিভিশন এবং ওটিটি ঘিরে, যেখানে প্রচুর নতুন মুখ, নতুন প্রতিভা, নতুন পরিচালকরা কাজ করছেন, আমি আশাবাদী যে এই পুরস্কার ওঁদের অনেকটা দায়িত্ব বাড়াবে। এই পুরস্কারটা সত্যিই গুরুত্বপূর্ণ। ”

Next Article
Exclusive Solanki Roy: ‘উষ্ণতম দিনে প্রেমিকের সঙ্গে ময়দানে…’, প্রেম-রাজনীতি নিয়ে অকপট শোলাঙ্কি
Ghorer Bioscope Award 2023: আমাদের সবাইকে উৎসাহ দেওয়ার জন্য এরকম কাজ তো হওয়া উচিত : ঋতুপর্ণা সেনগুপ্ত