
বুধবার সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। এক নয় একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। সিপিআর দিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনেন চিকিৎসকেরা। ওই ঘটনার দুই দিন পার। কেমন আছেন ঐন্দ্রিলা? হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অবস্থার কোনও উন্নতি হয়নি ঐন্দ্রিলার। কোমাতেই রয়েছেন তিনি। বাড়ানো হয়েছে ওষুধ। রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে নতুন সংক্রমণ– এ সবের জন্যি চলছে কড়া ডোজের ওষুধ। এসএসকেএম ও কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের বিশেষ টিম ঐন্দ্রিলাকে দেখেছেন বৃহস্পতিবার। অবস্থা বেশ সঙ্কটজনক। বুধবার রাতে আচমকাই ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর রটে। তাঁর সহকর্মীরাই সোশ্যাল মিডিয়ায় লিখতে থাকেন, ‘রেস্ট ইন পিস’। ঘটনায় বিরক্ত হয়ে একটি পোস্ট করেন তাঁর প্রেমিক সব্যসাচী। তিনি লেখেন, “ওকে আরও একটু থাকতে দাও। এ সব লেখার অনেক সময় পাবে”। প্রতিবাদ করেন ঐন্দ্রিলা ও সব্যসাচীর বন্ধু সৌরভ দাসও।
গত ১ নভেম্বর সন্ধ্যায় হঠাৎই স্ট্রোকে আক্রান্ত হন দু’বার ক্যান্সারজয়ী ঐন্দ্রিলা। সেদিন তাঁর অন্য কোনও শারীরিক অসুস্থতা ছিল না বলেই জানা গিয়েছে। রান্না ঘরে গল্প-গল্প করতে-করতে অচৈতন্য হয়ে পড়েন। একটুও সময় নষ্ট না করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চলছে তাঁর চিকিৎসা।
গত সপ্তাহে চিকিৎসায় বেশ সাড়াও দিচ্ছিলেন অভিনেত্রী। তাঁকে ভেন্টিলেশনে সি-প্যাপ সাপোর্টে রাখা হলেও মাঝে মধ্যেই হাত খানিক নেড়ে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করছিলেন। চিকিৎসকেরাও আশার আলো দেখছিলেন। কিন্তু গত তিন দিন ধরে শরীর আবার অবনতি করেছে তাঁর। এমনকি প্রেমিক সব্যসাচীও প্রার্থনা করতে বলেছিলেন সকলকেই তিন দিন আগেই। জানা গিয়েছে,তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মাথার যে দিকে অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। ঐন্দ্রিলার জন্য সারা সোশ্যাল মিডিয়ায় জুড়েই চলছে প্রার্থনা। ফিনিক্স হয়ে ফিরে আসুন তিনি– চাইছেন সকলেই।