Ghorer Bioscope Award 2023: আমাদের সবাইকে উৎসাহ দেওয়ার জন্য এরকম কাজ তো হওয়া উচিত : ঋতুপর্ণা সেনগুপ্ত

Rituparna Sengupta: ঝোলা দুল, হাত ভর্তি চুড়ি, ও হালকা রঙা শাড়িতে ধরা দিলেন 'প্রাক্তন'-এর সুদীপা। উপস্থিত হয়েই, TV9 বাংলার ক্যামেরায় ধরা দিলেন তিনি। রেড কার্পেটে দাঁড়িয়ে বললেন, "এটা TV9 বাংলার একটা নতুন উদ্যোগ।"

Ghorer Bioscope Award 2023: আমাদের সবাইকে উৎসাহ দেওয়ার জন্য এরকম কাজ তো হওয়া উচিত : ঋতুপর্ণা সেনগুপ্ত
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 11:12 AM

একরাশ তারাদের উপস্থিতিতে জমে উঠেছিল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডের আসর। বিনোদন জগতের তারকাদের, তাঁদের নিজ-নিজ কাজের জন্য সম্নানিত করার জন্যই এই উদ্যোগ নিয়েছিল  TV9 বাংলা। ওটিটি থেকে টেলিভিশন বাদ জাননি কেউ-ই। বাছাই করে সেরার সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই অ্য়াওয়ার্ড শোয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

একসময় বাংলা ছবি বলতেই এককথায় চোখের সামনে ভেসে আসত প্রসেনজিৎ-ঋতুপর্ণা। পর্দায় তাঁদের রসায়ন দেখা জন্য মুখিয়ে থাকতেন দর্শক। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বরাবরই তাঁর পরিণত অভিনয়ের মাধ্যে দর্শকদের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। সাম্প্রতিককালে ঋতুপর্ণা অভিনীত ‘প্রাক্তন’-এর মতো ছবি, মানুষকে ভালবাসার পাঠ পড়ায়, সম্পর্কের বুনিয়াদ সম্বন্ধে শেখায়। এবার ঋতুপর্ণার উপস্থিতিতে পূর্ণতা পেল এই অ্যাওয়ার্ডের আসর। রেড কার্পেটে দাঁড়িয়ে কী বললেন অভিনেত্রী?

ঝোলা দুল, হাত ভর্তি চুড়ি, ও হালকা রঙা শাড়িতে ধরা দিলেন ‘প্রাক্তন’-এর সুদীপা। উপস্থিত হয়েই, TV9 বাংলার ক্যামেরায় উঁকি দিলেন তিনি। রেড কার্পেটে দাঁড়িয়ে বললেন, “এটা TV9 বাংলার একটা নতুন উদ্যোগ। আমার ভীষণ ভাল লাগল, কারণ আমাদের সবাইকে উৎসাহ দেওয়ার জন্য এরকম কাজতো হওয়া উচিত। মানুষ যখন কাজ করে তখন একটা কিছু পাওয়ার আশাতো করেই। আমার মনে হয় এটা একটা দারুণ অনুষ্ঠান হল, এবং বারবার হবে আশা করি।” মঞ্চে ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে ডেকে নেন পরমব্রত চট্টোপাধ্যায় ও  অর্পিতা চট্টোপাধ্যায়। বক্তব্য রাখার পাশাপাশি নতুনদের টিপসও দেন সকলের প্রিয় ঋতুপর্ণা।

View this post on Instagram

A post shared by TV9 Bangla (@tv9_bangla)